For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির থেকে কোনও টাকা নিইনি, কুৎসাও করিনি! ডাকলেই চলে যাব, কাতর আবেদন সোনালির

ভোটের সময় অন্তত তৃণমূলকে নিয়ে একটা খারাপ কথা বলেননি মুকুল! বিজেপিকে নেতাকে ফিরিয়ে নেওয়া প্রসঙ্গে এমনটাই মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে কাকে দলে নেবেন আর কাকে না।

  • |
Google Oneindia Bengali News

ভোটের সময় অন্তত তৃণমূলকে নিয়ে একটা খারাপ কথা বলেননি মুকুল! বিজেপিকে নেতাকে ফিরিয়ে নেওয়া প্রসঙ্গে এমনটাই মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে কাকে দলে নেবেন আর কাকে না।

এক্ষেত্রে তৃণমূল নেত্রীর সাফ বক্তব্য, ভোটের মুখে যাঁরা তৃণমূল ছেড়ে বিজেপির হাত শক্ত করতে চক্রান্ত করেছেন তাঁদের দলে নেওয়া হবে না। রাজীব-সব্যসাচী প্রসঙ্গে কিছুটা নমনীয় হলেও শুভেন্দু ইস্যুতে কড়া তিনি। শুক্রবার একাধিকবার হাবেভাবে তা বুঝিয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।

দিদিকে ছাড়া থাকতে পারব না?

দিদিকে ছাড়া থাকতে পারব না?

মুকুল ফিরেছে দেখে এখন অনেকেই ফিরবে। তা দল দেখে নেবে। নেত্রীর এই কথায় আশার আলো দেখতে পাচ্ছেন সোনালি গুহ। তাঁর দাবি, বিজেপির থেকে কোনও প্রত্যাশাই ছিল না। আমি টিকিট চাই নি। শুধু তাই নয়, কোনও দাবিদাওয়াও ছিল না। তাহলে তৃণমূলে ফিরতে আমার সমস্যা কোথায়? প্রশ্ন সোনালির। যেদিন ডাকবেন সেদিনই যাব বলে দাবি প্রাক্তন বিধায়কের। জল ছাড়া মাছ যেমন থাকতে পারে না, আমিও দিদিকে ছাড়া থাকতে পারব না? কাঁদতে কাঁদতে ফের একবার দিদির কাছে কাতর আবেদন সোনালির।

আমি বিজেপির থেকে টাকাও নিইনি

আমি বিজেপির থেকে টাকাও নিইনি

অন্যদিকে এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সোনালি বললেন, 'নিম্নরুচি বলতে দিদি কাদের বোঝাতে চেয়েছেন জানি। আমি তো দলের বিরুদ্ধে কিছু বলিনি। আমি বিজেপির থেকে টাকাও নিইনি। একটা ভুল হয়েছিল। যদি অপেক্ষা করতে হয় করব। সোনালি আরও বলেন, 'আমার বিজেপিতে যোগ দেওয়াটা অভিমানের জন্য। পরে টুইট করে জানিয়েছি যে, আমি ভুল করেছি। আমি মমতাদিকে ছাড়া বাঁচতে পারব না'।

দেখা হয়েছে দিদির সঙ্গে।

দেখা হয়েছে দিদির সঙ্গে।

তৃণমূলে ফিরতে চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতেও গিয়েছেন সোনালি গুহ। সেই প্রসঙ্গে সোনালি গুহ ওই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'আমি কালীঘাটে ম্যাডামের বাড়িতে গিয়েছিলাম। দেখা হয়েছে দিদির সঙ্গে। দিদির ভাই প্রয়াত হয়েছেন। তাঁর পারলৌকিক কাজে আমন্ত্রণ জানিয়েছিলেন দিদি। দিদি আমায় ডেকেছিলেন, তাই গিয়েছিলাম। দিদিকে নমস্কার জানাই। উনিও আমায় নমস্কার জানাই। তৃণমূলের সুব্রত বক্সি আর আমি ছাড়া কাউকে তো আমন্ত্রণ তালিকায় দেখলাম না'।

গদ্দারদের দলে নেব না

গদ্দারদের দলে নেব না

গদ্দারদের দলে নেব না ।" মুকুল রায়ের দলে প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গেই তৃণমূল-ত্যাগী অন্যদের 'ঘর ওয়াপসি' নিয়ে জল্পনা শুরু হয়েছে। কিন্তু, আজ তৃণমূল ভবনে নেত্রী সরাসরি জানিয়ে দিলেন, তাঁদের আমরা নেব না। এপ্রসঙ্গে তৃণমূল নেত্রী বলেন, "ভোটের সময় মুকুল আমাদের দলবিরোধী একটাও কথা বলেননি। যাঁরা ভোটের সময় গদ্দারি করে বিজেপির হাত শক্তিশালী করতে গিয়েছেন এবং গদ্দারি করেছেন, তাঁদের আমরা নেব না-এটা আমাদের দলের সিদ্ধান্ত। মনে রাখবেন, চরমপন্থী এবং নরমপন্থী আছে। মুকুলের সঙ্গে অনেকেই গেছেন। মুকুল চলে আসায়, তাঁরাও চলে আসতে চাইবেন। কিন্তু, যাঁরা চরমপন্থী, নিম্ন রুচির পরিচয় দিয়েছেন, তাঁদের আমরা নেব না।

English summary
Can't Live Without Didi": BJP's Sonali Guha Wants To Rejoin Trinamool
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X