For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বোসপুকুর শীতলা মন্দিরের পুজো এই বছর ৭০ তম বর্ষে, মায়ের ভোগের 'মেন্যু'-তে কী থাকছে এবার

পুজোর সূর্য ক্রমশ মধ্যগগনের দিকে । গোটা বাংলা এই মুহূর্তে মাতোয়ারা দুর্গাপুজোর আনন্দ উৎসবে। মহালয়ার পর থেকেই বিভিন্ন প্যান্ডেলে দেখা যাচ্ছে দর্শনার্থীদের ভিড় জমতে।

  • |
Google Oneindia Bengali News

পুজোর সূর্য ক্রমশ মধ্যগগনের দিকে । গোটা বাংলা এই মুহূর্তে মাতোয়ারা দুর্গাপুজোর আনন্দ উৎসবে। মহালয়ার পর থেকেই বিভিন্ন প্যান্ডেলে দেখা যাচ্ছে দর্শনার্থীদের ভিড় জমতে। কলকাতার গলি থেকে রাজপথ এবার যে একই ভিড়ে মিশে যেতে চলেছে। আর এমন পুজো ফিভার বুকে নিয়ে কলকাতার বোসপুকুর শীতলা মন্দির সেজে উঠছে ৭০ বছর পূর্তি অনুষ্ঠানে।

বোসপুকুর শীতলা মন্দিরের পুজো এই বছর ৭০ তম বর্ষে,মায়ের ভোগের মেন্যু-তে কী থাকছে এবার

এবছরেও আড়ম্বর সহকারে নতুন থিম নিয়ে হাজির হচ্ছে এই পুজো। এই বছর 'বিশ্বের সবচেয়ে বড় পেন' দেখার আমন্ত্রণ দর্শকদের জানাচ্ছে বোসপুকুর শীতলা মন্দিরের পুজো। গোটা মণ্ডপ জুড়ে একানে থিম-এর কারুকার্যে ব্যবহার করা হয়েছে ছোটদের ব্যবহৃত, পেন, পেন্সিল।

অনান্য বারের মতো এবারেও এখানের মাকে ভোগ দেওয়া হবে, পোলাও থেকে শুরু লুচি, বিভিন্ন রকমের ভাজা ও সুজির মিশেলে। আর সেই ভোগ রান্না ঘিরেও রীতিমত উচ্ছ্বসিত পুজোর উদ্যোক্তারা।

[ উমার দিকে দুহাত জড়ো করে প্রণাম করলেই, ছবি আপলোড ফেসবুকে, এই পুজোয় এবার মেগা চমক][ উমার দিকে দুহাত জড়ো করে প্রণাম করলেই, ছবি আপলোড ফেসবুকে, এই পুজোয় এবার মেগা চমক]

এই বছর বোসপুকুর শীতলা মন্দিরের পুজোর থিম -ভাবনার মূল বিষয় হল, শিশুদের কথা। পুজো কমিটি থেকে শিল্পীর দাবি, পৃথিবীকে যদি সুন্দর রাখতেই হয়, তাহলে সেই সৌন্দর্য শুরু হবে শিশুদের হাত ধরে । আর সেই জন্যই শিশুদের আনন্দের অধ্য়ায়, তাদের খুশি থাকার মুহূর্তকে তুলে ধরা হচ্ছে এখানে শিল্প ভবানা দিয়ে। যে শিল্পভাবনা পরতে পরতে যোগ করেছে শিশুদেরই ব্যবহার করা জিনিসপত্র।

English summary
Bosepukur Shitala Mandir Durga puja 2019, see the theme of the pandal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X