For Quick Alerts
For Daily Alerts
ইছামতীর পার থেকে উদ্ধার দেহ, শরীরে ক্ষতচিহ্ন, তদন্তে পুলিশ
বুধবার সকালে উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ থেকে উদ্ধার করা হয়েছে এক যুবকের মৃতদেহ। মতিগঞ্জ হাট এলাকায়, ইছামতী নদীর পাশে পাওয়া যায় তার মৃতদেহ। পুলিশ জানায় যে মৃতের পরিচয় জানা যায় নি। তার শরীরে অনেকগুলি ক্ষত চিহ্ন রয়েছে। ওই যুবকের মুখ থেঁতলে দেওয়া হয়েছে। পুলিশ জানায় যে তাদের ধারনা ওই যুবককে খুন করা হয়েছে।

যে এলাকা থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয় সেটি বনগাঁ থানার থেকে কাছেই। তাকে অন্য কোথাও খুন করে মৃতদেহ সেখানে ফেলে রাখা হয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।

গোলি মারো-র আগের শব্দ বলা হচ্ছে না, দাবি মুকুলের
এই দিকে ওই এলাকার লোকজন দাবি করেছেন যে বাংলাদেশের সীমান্তে অবস্থিত এই এলাকায় সন্ধ্যার পর নানা অসামাজিক কার্যকলাপ হয় এমনকি মদ্যপান করে অনেকেই। সেখানে কোনও রকম বচসার জেরে এই খুনের ঘটনা কি না তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।