For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পঞ্চায়েত বোর্ড গঠন ঘিরে রক্ত ঝড়ল কুলপিতে, কংগ্রেস সমর্থকের গলায় কোপ

পঞ্চায়েতের বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু হতেই জেলার বিভিন্ন স্থান থেকে ছোটখাটো গণ্ডগোলের খবর আসছিল। এবার এই বোর্ড গঠনকে ঘিরে খুনের চেষ্টার ঘটনাও ঘটে গেল।

Google Oneindia Bengali News

পঞ্চায়েতের বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু হতেই জেলার বিভিন্ন স্থান থেকে ছোটখাটো গণ্ডগোলের খবর আসছিল। এবার এই বোর্ড গঠনকে ঘিরে খুনের চেষ্টার ঘটনাও ঘটে গেল। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার কুলপির দক্ষিণ গাজিপুরে।

কংগ্রেসে সঙ্গে ধোঁকা! এমনকী সমর্থককে খুনেও চেষ্টা

শুক্রবার সকাল থেকেই এখানে পঞ্চায়েতের বোর্ড গঠন নিয়ে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। চলে লাগাতার বোমাবাজি। এখানে পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস ৪টি, তৃণমূল কংগ্রেস ৪টি, নির্দল ২ এবং সিপিএম-এর দখলে ১টি আসন ছিল। গতবার এখানে পঞ্চায়েত বোর্ড ছিল কংগ্রেসের। তাতে সমর্থন ছিল সিপিএম-এর।

এবারও কংগ্রেসকে সমর্থন করার কথা ছিল সিপিএম-এর। এছাড়াও ২ নির্দল প্রার্থীরও সমর্থনও কংগ্রেসের দিকে যাওয়ার কথা ছিল। কিন্তু, তৃণমূল সিপিএম ও নির্দলের সমর্থন নিজেদের দিকে নিয়ে নেয়। ফলে কংগ্রেসেতর হাত থেকে পঞ্চায়েত বোর্ড ফস্কে যায়। কারণ, তৃণমূলের ৪, সিপিএম-এর ১ ও নির্দল-এর ২ জয়ীর আসন মিলিয়ে এই জোটে মোট আসন দাঁড়ায় ৭। অন্যদিকে কংগ্রেসের দিকে মাত্র ৪টি আসন।

অভিযোগ সন্ধ্যায় পঞ্চায়েত অফিসের সামনে বিজয়োৎসব করছিল তৃণমূল ও তাঁর জোট সঙ্গীরা। এমন সময়ই সেখানে থাকা কংগ্রেসের মোসেলিম মোল্লার গলায় কোপ দেওয়া হয়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন মোসেলিম। বছর চৌত্রিশের মোসেলিম কংগ্রেসের সমর্থক। তাঁর বাড়ি দয়ারামপুর গ্রামে। তড়িঘড়ি মোসেলিমকে কুলপি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শেষ পাওয়া খবরে মোসেলিম-এর অবস্থা খুবই সঙ্কটজনক। অধরা তাঁর গলার কোপ দেওয়া অভিযুক্তরা।

English summary
One Congress supporter is seriously injured in Kulpi. Friday was the day of Panchayat Board formation but political clash tensed the situation. As a result a congress supporter chopped in throat.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X