For Quick Alerts
For Daily Alerts
তমলুকে মজুত থাকা বাজিতে বিস্ফোরণ, ৩ শিশুসহ আশঙ্কাজনক ৬
তমলুকে বাজির আগুনে জখম কমপক্ষে ১৫। সকলেই ভর্তি তমলুক জেলা হাসপাতালে। ৩ শিশু সহ ৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

রবিবার রাতে তমলুকের জামিট্যা গ্রামে জগদ্ধাত্রী পুজোর বাজির মহড়া চলছিল। সেই সময় ফানুসও ওড়ানো হয়। এই সময় ফানুসের আগুন গিয়ে পড়ে মজুত রাখা বাজিতে। সেই সময়ই বিস্ফোরণ হয়। জখম ১৫ জনকে সঙ্গে সঙ্গে তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ৩ শিশুসহ ৬ জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
সূত্রের খবর, আরও বেশ কয়েকজন ঘটনায় আহত হয়েছেন। তবে তাদের আশপাশের হাসপাতালগুলি থেকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
ঘটনার তদন্তে নেমেছে তমলুক থানার পুলিশ। কেউ নির্দিষ্টভাবে বিস্ফোরণ ঘটাতে চেয়েছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার পর থেকে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।