For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সভাপতির বিরুদ্ধেই বিদ্রোহ বিজেপিতে! তৃণমূল-আঁতাতের অভিযোগে নালিশ দিলীপকে

খোদ সভাপতির বিরুদ্ধেই বিদ্রোহ ঘোষণা করলেন দলের নেতা-কর্মীরা। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে বিজেপির হুগলি জেলা সভাপতি সুবীর নাগের বিরুদ্ধে অভিযোগ জানান নেতা-কর্মীরা।

Google Oneindia Bengali News

খোদ সভাপতির বিরুদ্ধেই বিদ্রোহ ঘোষণা করলেন দলের নেতা-কর্মীরা। হুগলি জেলা বিজেপিতে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে বিজেপির হুগলি জেলা সভাপতি সুবীর নাগের বিরুদ্ধে অভিযোগ জানান নেতা-কর্মীরা। তাঁদের অভিযোগ, তৃণমূলের সঙ্গে যোগযোগ রেখে চলেন সভাপতি। নেতা-কর্মীদের কথা শোনেন না।

সভাপতির বিরুদ্ধেই বিদ্রোহ বিজেপিতে! নেপথ্যে তৃণমূল-আঁতাত

হুগলি জেলা বিজেপি নেতাদের আরও অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে কোনও অভিযোগ জানালেও গ্রাহ্য করেন না সুবীরবাবু। পাশ কাটিয়ে বেরিয়ে যান। এই পঞ্চায়েত নির্বাচনের সময়ে আমরা নিচুতলার নেতা-কর্মীরা মার খেযেছি। আবার আমাদের বিরুদ্ধেই মিথ্যে মামলা হয়েছে। কিন্তু ডেকেও আমরা জেলা সভাপতিকে পাশে পাশে পাইনি।

বিজেপির জেলা নেতৃত্বের একটা অংশের অভিযোগ, বিজেপি জেলা সভাপতি সুবীর নাগের গোপন আঁতাত রয়েছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে। তিনি দু-নৌকায় পা দিয়ে চলছেন। তা শুনে দিলীপ ঘোষ বলেন, আপনারা অভিযোগ করলেন, আমরা তা খতিয়ে দেখব। তিনি যদি সত্যিই এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকেন তবে দলের তরফে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সভাপতির বিরুদ্ধে অভিযোগ আপনারা জানাতেই পারেন। বিজেপিতে সবার বিরুদ্ধেঅ অভিযোগ জানানো যায়। কারণ এই দলে সবার কথা বলার অধিকার রয়েছে।

তিনি আরও বলেন, বিজেপি গণতন্ত্রে বিশ্বাসী। বিজেপি একাই লড়ে বাংলায় প্রকডত পরিবর্তন আনবে। কংগ্রেস, সিপিএম, তৃণমূল ওরা ঠিক করুক কে কার শত্রু বা মিত্র। আমরা তৈরি ওদের বিরুদ্ধে লড়াই করার জন্য। তিনি এ প্রসঙ্গে বলেন, আমরা কাউকে শত্রু মনে করি না, যাঁরা ইচ্ছা করবে বাংলায় পরিবর্তন আনার, তাঁরাই আমাদের মিত্র হতে পারেন। আমরা সেইসব মিত্রদের আহ্বান জানাচ্ছি।

English summary
BJP workers complain against district president to state president Dilip Ghosh. BJP is in trouble at Hoogly. Dilip Ghosh assures to take a suitable step.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X