For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রশান্ত কিশোর ডাহা ফেল করবেন! ২০২১ নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসকে প্রত্যাঘাত বিজেপির

প্রশান্ত কিশোর ডাহা ফেল করবেন! ২০২১ নির্বাচনের আগে তৃণমূলকে প্রত্যাঘাত বিজেপির

Google Oneindia Bengali News

প্রশান্ত কিশোর এবার বিজেপিকে মাত দিতে তৃণমূলের যুবশক্তিকে নিয়ে 'যুব যোদ্ধা' তৈরি করার উদ্যোগ নিয়েছেন। তাঁর সেই উদ্যোগের কঠোর সমালোচনা করলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। তিনি বলেন, প্রশান্ত কিশোর ডাহা ফেল করবেন। তাঁর যাবতীয় প্রচার পরিকল্পনার জাল কেটে বিজেপি বাংলায় পরিবর্তন আনবে।

প্রশান্ত কিশোরের মতো একজন বহিরাগতের উপর নির্ভরশীল তৃণমূল

প্রশান্ত কিশোরের মতো একজন বহিরাগতের উপর নির্ভরশীল তৃণমূল

বিজেপির রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, "দুর্ভাগ্যজনক যে, তৃণমূল এখন রাজ্যের আগামী বিধানসভা নির্বাচনের রূপরেখা প্রস্তুত করতে প্রশান্ত কিশোর নামে একজন বহিরাগতের উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েছে। এটিই প্রমাণ করে শাসক দল জনপ্রিয়তা হারাচ্ছে। তাঁদের জনসংযোগ ধুলোয় মিশে গিয়েছে।

কোনও উদ্যোগই আর তৃণমূল কংগ্রসকে সহায়তা করবে না

কোনও উদ্যোগই আর তৃণমূল কংগ্রসকে সহায়তা করবে না

তাঁর কথায়, জনসাধারণ তৃণমূলকে তাঁদের মন থেকে দূরে সরিয়ে দিয়েছে। মানুষের সঙ্গে তাদের আর কোনও 'সংযোগ' নেই। আমি বিশ্বাস করি যে, ‘দিদিকে বলো', ‘বাংলার গর্ব মমতা' বা এখন শুরু হতে চলা ‘যুব যোদ্ধা'-র মতো উদ্যোগগুলি বাংলায় পরবর্তী সরকার গঠনে তৃণমূল কংগ্রসকে কোনও সহায়তা করবে না।

‘দিদিকে বলো’র মতো ‘যুব যোদ্ধা’ও হবে ফ্লপ শো

‘দিদিকে বলো’র মতো ‘যুব যোদ্ধা’ও হবে ফ্লপ শো

জয়প্রকাশ বলেন, ‘দিদিকে বলো' এবং ‘বাংলার গর্ব মমতা'র মতো ‘যুব যোদ্ধা'ও একটি ফ্লপ শো হতে চলেছে। এটা স্পষ্ট যে, তৃণমূল এখন বাংলায় বিজেপির ব্যাপক জনপ্রিয়তা দেখে ভয় পেয়েছে এবং এ কারণেই তারা কোভিড-১৯ এবং সাইক্লোন আম্ফান সংকটের সময়েও বিজেপিকে জনগণের পাশে দাঁড়াতে বাধা দিচ্ছেন।

বিজেপি বাংলায় পরবর্তী সরকার গঠনে আত্মবিশ্বাসী

বিজেপি বাংলায় পরবর্তী সরকার গঠনে আত্মবিশ্বাসী

জনগণ তৃণমূলের উপর বিরক্ত। তাই আমরা বাংলায় পরবর্তী সরকার গঠনে আত্মবিশ্বাসী। কোনও শক্তিই আমাদের হারাতে পারবে না। বাংলায় আবার পরিবর্তন হবে। সেই পরিবর্তনই হবে প্রকৃত পরিবর্তন। তৃণমূল যে পরিবর্তন এনেছিল, তা ছিল মিথ্যা, সেখানে বদলের থেকে বদলাই প্রাধান্য পেয়েছিল।

‘দিদিকে বলো’ দিয়ে তৃণমূলে যাত্রা শুরু প্রশান্ত কিশোরের

‘দিদিকে বলো’ দিয়ে তৃণমূলে যাত্রা শুরু প্রশান্ত কিশোরের

উল্লেখ্য, ‘দিদিকে বলো' ২০১৯-এর ২৯ জুলাই তৈরি হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তা চালু করেছিলেন সবার অভিযোগ ও পরামর্শ শোনার জন্য, মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি সংযোগ করার জন্য। সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগের এক মহতী উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। যে কেউ ৯১৩৭০৯১৩৭০ নম্বরে ফোন করে বা www.didikebolo.com-এ লগ ইন করে যোগাযোগ করতে পারেন মমতার সঙ্গে।

তৃণমূলের 'যুব শক্তি’ রূপ নেবে 'যুব যোদ্ধা’য়, প্রশান্ত কিশোরের উদ্যোগ একুশের আঙিনায়তৃণমূলের 'যুব শক্তি’ রূপ নেবে 'যুব যোদ্ধা’য়, প্রশান্ত কিশোরের উদ্যোগ একুশের আঙিনায়

English summary
BJP takes on Prashant Kishor that he will fail in 2021 Assembly Election. Joy Prakash Majumder Prashant Kishor’s ‘Yubo Joddha’ also will fail like ‘Didike Bolo’
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X