For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অযোধ্যার পর কোন স্থান টার্গেট বিজেপির, ইঙ্গিতপূর্ণ মন্তব্যে প্রকাশ করলেন দিলীপ ঘোষ

অযোধ্যর পর কোন ক্ষেত্র টার্গেট বিজেপির, ইঙ্গিতপূর্ণ মন্তব্যে প্রকাশ করলেন দিলীপ ঘোষ

Google Oneindia Bengali News

অযোধ্যায় রাম মন্দির নির্মাণে আর কোনও বাধা রইল না। সুপ্রিম কোর্টের নির্দেশে সব জট কেটে গিয়েছে বলে দাবি করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেইসঙ্গে তিনি জানিয়ে দিলেন তাঁদের পরবর্তী লক্ষ্যও। তিনি ইঙ্গিতপূর্ণ বার্তায় জানান, আমরা এবার অযোধ্যার পর কাশী ও মথুরা মন্দির নিয়েও আন্দোলন চালাতে চলেছি।

রাম মন্দির নির্মাণের প্রতিশ্রুতি পালন

রাম মন্দির নির্মাণের প্রতিশ্রুতি পালন

দিলীপ ঘোষ বলেন, রাম মন্দির নির্মাণের প্রতিশ্রুতি আমরা ইস্তাহারে রেখেছিলাম। ঐতিহাসিক রায়ের দিন সেই কথা আরও একবার মনে করিয়ে দিলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, রামমন্দির আন্দোলনকে বিজেপি নৈতিকভাবে সমর্থন দিয়ে এসেছে। ১৯৮৬ সালে আমিও অংশ নিয়েছিলাম এই আন্দোলনে। আমাদের অনেক কর্মীও অংশ নিয়েছিলেন।

গর্বের মুহূর্তেই পরবর্তী লক্ষ্যে স্থির

গর্বের মুহূর্তেই পরবর্তী লক্ষ্যে স্থির

তিনি বলেন, অযোধ্যার রায় বেরিয়েছে। তা আমাদের আন্দোলনকে সাফল্য এনে দিয়েছে। তাই আমরা গর্বিত। এই গর্বের মুহূর্তেই আমরা পরবর্তী লক্ষ্য নিয়ে এগোব। তিনি বলেন, অযোধ্যা, কাশী ও মথুরা নিয়ে আমরা আন্দোলন চালাচ্ছিলাম। তার মধ্যে অযোধ্যায় সম্ভবপর হতে চলেছে। এবার কাশী ও মথুরায় কী হবে, তা ঠিক করবেন সাধু-সন্তরা।

উপনির্বাচনে বিজেপিকে ডিভিডেন্ট দেবে

উপনির্বাচনে বিজেপিকে ডিভিডেন্ট দেবে

এদিন তিনি বলেন, রামমন্দির ইস্যুতেই বিজেপির উত্থান হয়েছে। এই রামমন্দির ইস্যুই এবার উপনির্বাচনে বিজেপিকে ডিভিডেন্ট দেবে। উপনির্বাচনে এই রামমন্দির ইস্যুর প্রভাব পড়বেই। তাই উপনির্বাচনে আমরা এবার বিপুল ব্যবধানে জিতব। এমনিতেই জিততাম। রামমন্দির আমাদের জয়ের মার্জিন আরও বাড়িয়ে দেবে।

মমতাকে নিশানা দিলীপ ঘোষেরU+0020

মমতাকে নিশানা দিলীপ ঘোষেরU+0020

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিয়ে দিলীপ ঘোষ বলেন, সবাই দেখছে উনি কার পক্ষে। পুলওয়ামাকাণ্ডের পর ওনার বিবৃতি পাকিস্তানের পক্ষে ছিল। এবারও উনি নীরব। ওনার দলও নীরব। আজ কেন্দ্রে দক্ষ সরকার রয়েছে। আমরা সেই ফল লাভ করছি। এদিন তিনি বলেন, ৩৭০ ধারা রদ যেমন সছিক, এই অযোধ্যা রায়ও তেমন সঠিক।

English summary
BJP state president Dilip Ghosh indicates their next target after Ajodhya verdict. He attacks also Mamata Banerjee on Ajodya issue
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X