For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আর দলের কারও বিরুদ্ধে কিছু লিখবেন না তথাগত র‍ায়! কিন্তু কেন এমন সিদ্ধান্ত?

কৈলাশ বিজয়বর্গীর মতো কেন্দ্রীয় বিজেপি নেতা আবার কখনও দিলীপ ঘোষের বিরুদ্ধে তোপ দেগে থাকেন৷ তবে এবার বোধহয় এই আক্রমণের পথ থেকে সন্ন্যাস নিলেন তথাগত রায়। অন্তত ফেসবুকে তিনি তেমনটাই লিখেছেন! সোশ্যাল মিডিয়াতে ভীষণভাবে সক্রিয়

  • |
Google Oneindia Bengali News

ফেসবুকে তিনি মাঝে মাঝেই কখনও কৈলাশ বিজয়বর্গীর মতো কেন্দ্রীয় বিজেপি নেতা আবার কখনও দিলীপ ঘোষের বিরুদ্ধে তোপ দেগে থাকেন৷ তবে এবার বোধহয় এই আক্রমণের পথ থেকে সন্ন্যাস নিলেন তথাগত রায়। অন্তত ফেসবুকে তিনি তেমনটাই লিখেছেন! সোশ্যাল মিডিয়াতে ভীষণভাবে সক্রিয় বঙ্গ-বিজেপির প্রবীন নেতা তথাগত রায়।

দলের কারও বিরুদ্ধে কিছু লিখবেন না তথাগত র‍ায়

সোমবার একটি ফেসবুক পোস্টে কিছুটা চ্যালেঞ্জে ও আক্ষেপের সুরেই তথাগত তাঁর ও বিজেপির সমর্থকদের উদ্দেশ্যে লিখেছেন, যে তাদের দাবি মেনেই সোশ্যাল মিডিয়াতে আর কোনও বিজেপি নেতাকে উদ্দেশ্য করে কিছু লিখবেন না তিনি৷

সোমবার তথাগত লেখেন, 'দিলীপ ঘোষের গালিবর্ষণের উত্তরে আমার জবাব অনেকেরই পছন্দ হয় নি দেখছি। তাদের মধ্যে যেগুলো ইতরপ্রকৃতির তাদের ব্লক করে দেওয়া হয়েছে। কিন্তু যাঁরা বিজেপির স্বার্থে চেয়েছেন এটা বন্ধ হোক তাঁদের মুখ চেয়ে আমি দলের কারোর বিরুদ্ধে কিছু বলা বন্ধ করে দিলাম।'

অর্থাৎ শেষ কয়েক বছর ধরে চলে আসা বঙ্গ-বিজেপির দিলীপ বনাম তথাগত লড়াই আপাতত হিমঘরে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা! তবে! যে সুরে তথাগত লিখেছেন, সেটাকে যুদ্ধ সমাপ্ত না বলে আপাত-বিরতিই বলতে চাইছেন অনেকে! বিজেপির প্রবীন নেতা লিখেছেন, 'আমার বক্তব্য ছিল, ২০২১ সালের বিধানসভা ভোটে বিপর্যয়ের জন্য যে চতুষ্টয় দায়ী তাদের না তাড়ালে পার্টি ডুবতেই থাকবে।

কারণ তারা "৩ থেকে ৭৭" যুক্তি দেখিয়ে আগেকার মতো চালিয়ে যাবে। আবোল তাবোল 'মেরে দেব, পুঁতে দেব' বকতে থাকবে, সিকিউরিটি পরিবৃত হয়ে ঘুরবে, আর আমাদের অসহায় কর্মীরা মুলোদের কাছে মার খাবে। যাই হোক, এবার দেখুন, উপনির্বাচন, পুরনির্বাচন কোথাকার জল কোথায় গড়ায় !'

শেষ লোকসভা নির্বাচনে হারের পর থেকেই সোজাসুজি দিলীপ ঘোষকে তার জন্য দায়ী করে আসছিলেন তথাগত রায়। দিলীপ ঘোষের আক্রমনত্মক হুমকির রাজনীতির অন্যতম বড় সমালোচকও তিনি৷ সোমবারের পোস্টে 'আর লিখব না' বলেও সেই দিলীপ ঘোষকে আক্রমণ করা থেকে বিরত থাকলেন না তথাগত৷

বরং তিনি আরও একবার কড়া ভাষায় দিলীপ ঘোষের রাজনীতির সমালোচনা করলেন৷ এখন দেখার এর পাল্টা দিলীপ কী বলেন৷ এবং সেটা শুনে আদৌও নিজের 'না লেখার' প্রতিশ্রুতি রাখেন কিনা তথাগত!

English summary
BJP's Tathagata Roy says he will not comment on BJP leaders on Social Media
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X