'শেষ জীবনে' পাশে দিলীপ ঘোষ! 'ভারসাম্যহীন' মুকুল রায়কে নিয়ে বার্তা বিজেপি নেতার
সংবাদ মাধ্যমের সামনে বিতর্কিত মন্তব্য বিজেপি প্রাক্তন সর্বভারতীয় সহ সভাপতি তথা বর্তমান তৃণমূল (Trinamool Congress) নেতা মুকুল রায়ের (Mukul Roy) পাশেই দাঁড়ালেন বর্তমানে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। মুকুল রায়ের অবস্থান নিয়ে ছেলে শুভ্রাংশু রায়ই (Subhranshu Roy) ঠিক কথা বলেছেন বলেও মনে করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।

মুকুল রায়ের পাশে দিলীপ ঘোষ
মুকুল রায়ের শুক্রবারের মন্তব্য নিয়ে নাম না করে তৃণমূলকে আক্রমণ করেছেন দিলীপ ঘোষ। তিনি এদিন বলেছেন, এমনিতেই তাঁর (মুকুল) শারীরিক অবস্থা ঠিক ছিল না। তিনি আরও বলেছেন, যেভাবে তাঁকে অপমান করা হয়েছে, তাতে তাঁর মনে হয়েছে শেষ জীবনে এটা ঠিক নয়। সিনিয়র মানুষ হিসেবে ওঁর শেখা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি। দিলীপ ঘোষ বলেছেন, শেষজীবনে ওঁর বোঝা উচিত। শেষ জীবনে কষ্ট পাওয়া এবং অপমানিত হওয়া বলে মন্তব্য করে দিলীপ ঘোষ বলেছেন তাঁর মনে হয় যাঁরা এই ধরনের রাজনীতি করেন, তাঁদের বোঝা উচিত।

শুক্রবার শান্তিনিকেতনে 'বেফাঁস' মুকুল
প্রসঙ্গত শুক্রবার বোলপুরে গিয়েছিলেন মুকুল রায়। সেখানে সার্কিট হাউজ থেকে বেরনোর সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুকুল রায় বলেন, আগামী পুর নির্বাচনে বিজেপি বিপুল ভোটে জিতবে। সেই সময় পাশ থেকে একাধিক ব্যক্তি আস্তে করে বলে 'তৃণমূল'। সেই সময় মুকুল রায়কে বলতে শোনা যায়, তৃণমূল তো বটেই। বিজেপি মানেই তৃণমূল। সেই সময় পাশে থাকা অনুব্রত মণ্ডল-সহ অন্য তৃণমূল নেতারা অস্বস্তিতে পড়ে যান।
তৃণমূলে যোগ দেওয়ার পরে গত ৬ অগাস্ট কৃষ্ণনগরে মুকুল রায় বলেছিলেন, বিজেপির পক্ষ থেকে তিনি বলতে পারেন, তৃণমূল পর্যুদস্ত হবে এবং কৃষ্ণনগরে বিজেপিই ফের জিতবে।

তৃণমূলেই আছেন বাবা
এদিকে প্রকাশিত খবর অনুযায়ী, মুকুল রায়ের এই মন্তব্য প্রসঙ্গে ছেলে শুভ্রাংশু রায় বলেছেন, বাবা তৃণমূলেই আছেন। তিনি আরও বলেছেন, বাবা শারীরিক ভাবে অসুস্থ। মায়ের মৃত্যু এবং করোনা আক্রান্ত হওয়ার পরে সোডিয়াম-পটাশিয়াম লেভেল ওঠানামা করছে। কোথায় কী বলছেন, তা নিজেও বুঝতে পারছেন না। মুকুল রায়ের বক্তব্য দলের বক্তব্য নয় বলেও জানিয়েছেন তিনি। সঙ্গে শুভ্রাংশু রায় অনুরোধ করে বলেছেন, মুকুল রায়ের ব্যাপারে বেশি না দেখানোর জন্য।

পিএসি থেকে সরানোর ইঙ্গিত
এদিকে শুক্রবার মুকুল রায়ের এই মন্তব্য প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, বোলপুরে মুকুল রায় যে কথা বলেছেন, তাতে অনুমোদন নেই দলের। তিনি শারীরিকভাবে সুস্থও নন। মুকুল রায়কে ভারসাম্যহীন বলেও মন্তব্য করে শারীরিক সুস্থতা কামনা করেন তিনি। পার্থ চট্টোপাধ্যায় আরও বলেন, উনি পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে না থাকতে চাইলে দল বিচার করবে বলেও জানান তিনি।
তথ্যপ্রযুক্তির চাকরিতেই গুরুত্ব: ২০২২ আর্থিক বছরে ভারতে নিয়োগের সম্ভাবনা প্রায় ৩.৭৫ লক্ষ