For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রূপার উপর হামলা করিয়েছে লকেট, অভিযোগ সুব্রত মুখোপাধ্যায়ের

Google Oneindia Bengali News

কলকাতা, ১৬ এপ্রিল : বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় এবার নয়া মোড় যোগ করলেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। রূপার উপর হামলার ঘটনাটি বিজেপিরই আর এক সদস্য যোগ দেওয়া নেত্রী লকেট চট্টোপাধ্যায় ঘটিয়েছেন বলে অভিযোগ তুললেন তিনি। [ তৃণমূলের হাতে আক্রান্ত রূপা, কড়া প্রতিক্রিয়া বাবুল সুপ্রিয়, রাহুল সিনহা, সিদ্ধার্থনাথের]

উল্লেখ্য সদ্যই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন অভিনেত্রী লকেট বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের খবর, রূপা ও লকেটের মধ্যে খুব একটা বনিবনা হয় না। আর তা তৃণমূল কাজে লাগাতে চাইছে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

রূপার উপর হামলা করিয়েছে লকেট, অভিযোগ সুব্রত মুখোপাধ্যায়ের

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুব্রতবাবু বুধবার বলেন, আমারা তো বলছি রূপা গঙ্গোপাধ্যায়ের আক্রমণের ঘটনায় লকেট চট্টোপাধ্যায়ের হাত রয়েছে। কিন্তু বললেই তো হবে না, যা বলার আইন বলবে। উল্লেখ্য রূপা গঙ্গোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় বিজেপিকেই দায়ি করেছিলেন তৃণমূল নেতা তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক ভট্টাচার্য। কার্যত এদিন সই একই পথে হেঁটে লকেটের ঘাড়ে দায় চাপালেন পঞ্চায়েত মন্ত্রী।

এদিকে লকেট চট্টোপাধ্যায়কে সুব্রত মুখোপাধ্যায়ের অভিযোগ প্রসঙ্গে জানতে চাওয়া হলে, তিনি সুব্রতবাবুকে কটাক্ষ করে বলেন, ওনার বয়সজনিত রোগ হয়েছে। ওই যে কী আলজাইমার নাকি, যে রোগে সব ভুলে যায় মানুষ। ওনারও তাই হয়েছে, কাকে কোথায় পাঠাচ্ছেন মনে থাকছে না। তৃণমূলের এসবের জবাব মানুষ দেবে।

অন্যদিকে এবিষয়ে মন্তব্য করতে চাননি রূপা গঙ্গোপাধ্যায়ও। তাঁর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, সুব্রতবাবুর অভিযোগের জবাব দেওয়ার থেকে আমার জীবনে আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে।

English summary
Locket Chatterjee made this attack on Rupa Ganguly, claimed TMC leader Subtara Mukherjee
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X