For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলের হাতে আক্রান্ত রূপা, কড়া প্রতিক্রিয়া বাবুল সুপ্রিয়, রাহুল সিনহা, সিদ্ধার্থনাথের

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ১৫ এপ্রিল : বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করল বিজেপি নেতৃত্ব।

গতকাল রূপা গঙ্গোপাধ্যায়ের উপরে হামলাকে যেভাবে রাজ্যের মন্ত্রী ববি হাকিম বা অভিষেক বন্দ্যোপাধ্যায়রা ছোট করে দেখানোর চেষ্টা করেছেন সেটা দেখে রাজ্য সভাপতি রাহুল সিনহা সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বলেছেন, রূপা গঙ্গোপাধ্যায়রা পর্দায় অভিনয় করেন, "বাস্তবে দাঁড়িয়ে মানুষের কাজ করার চেষ্টা করেন। মুখ্যমন্ত্রীর মতো অভিনয় করেন না।"

তৃণমূলের হাতে আক্রান্ত রূপা, কড়া প্রতিক্রিয়া বাবুল সুপ্রিয়, রাহুল সিনহা, সিদ্ধার্থনাথের


বাবুল সুপ্রিয় বলেছেন, "রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে ধর্ষণের মতো ঘটনাকে ছোট ঘটনা বলেন তখন ববি হাকিম বা অভিষেকরা আর নতুন কী বলবেন।" আমরা রাজনীতিতে যেখানে এসব ছেড়ে আসার কথা বলছি তখন এরকম কথা কি করে তাঁরা ঘটনার সময় উপস্থিত না থেকেও বলতে পারেন?, প্রশ্ন তুলেছেন বাবুল।

অন্যদিকে পশ্চিমবঙ্গে বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতা সিদ্ধার্থনাথ সিং রূপা গঙ্গোপাধ্যায়ের হেনস্তা হওয়ার ঘটনায় বলেন, "পশ্চিমবঙ্গের পরিস্থিতি জঙ্গলের চেয়েও খারাপ হয়ে গিয়েছে।" বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু যাদবের চেয়েও মমতার রাজ্যে বাস করা দায় হয়ে উঠেছে বলে মন্তব্য করেন সিদ্ধার্থনাথ।

গতকাল বিকেলে আলিপুরের গোপালনগর মোড়ে কলকাতা পুরসভার ৭৪ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী প্রমিতা দত্তের সমর্থনে প্রচারসভায় গিয়ে আক্রান্ত হন রূপা।

বিজেপির অভিযোগ, পুলিশের সামনেই বিজেপির সভায় তাণ্ডব চালানো হয়। বিজেপির পতাকা ছিঁড়ে সেখানে তৃণমূলের পতাকা লাগিয়ে তৃণমূল কর্মীরা বিজেপির প্রার্থী এবং কর্মীদের মঞ্চ থেকে নেমে যেতে বলেন। প্রার্থীকে মারধরও করা হয়। রূপা তখন ওই সভারই পথে। ফোনে তাণ্ডবের খবর পেয়ে সেখানে পৌঁছলে তৃণমূল তাঁর উপরেও তৃণমূলের দুষ্কৃতীরা চড়াও হয় বলে অভিযোগ। রূপাদেবীর গাড়িও ভাঙচুর করা হয়।

পরে আলিপুর থানায় তৃণমূলের বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ দায়ের করে বিজেপি। পাল্টা অভিযোগ দায়ের করে তৃণমূলও।

English summary
Rupa Ganguly alleges attack by TMC supporters, BJP slams TMC govt
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X