For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মঞ্চেই জ্ঞান হারালেন লকেট, চিকিৎসার জন্য তড়িঘড়ি পুরুলিয়া থেকে আনা হল কলকাতায়

সভা চলাকালীন মঞ্চেই জ্ঞান হারালেন বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়। সোমবার সন্ধ্যায় পুরুলিয়ার বলরামপুরে প্রতিবাদ সভার মঞ্চেই এই ঘটনা ঘটে।

Google Oneindia Bengali News

সভা চলাকালীন মঞ্চেই জ্ঞান হারালেন বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়। সোমবার সন্ধ্যায় পুরুলিয়ার বলরামপুরে প্রতিবাদ সভার মঞ্চেই এই ঘটনা ঘটে। অসুস্থ নেত্রীকে সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে নিয়ে আসা হয়। চিকিৎসক তাঁকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন। এরপরই তিনি পুরুলিয়া থেকে কলকাতায় ফেরেন। কলকাতায় তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়।

মঞ্চেই জ্ঞান হারালেন লকেট, তড়িঘড়ি আনা হল কলকাতায়

পুরুলিয়ার সম্প্রতি দুই বিজেপি কর্মীর রহস্যমৃত্যুর ঘটনা ঘটে। দুই ঘটনাতেই অভিযোগর তির তৃণমূলের দিকে। তার প্রতিবাদে লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে শহরজুড়ে আন্দোলন শুরু করে বিজেপি। টানা ন-দিন ধরে লকেট পড়ে রয়েছেন পুরুলিয়ায়। এই সফরে তাঁরে অনেকবারই প্রশাসনের বিরোধিতার মুখে পড়তে হয়।

লকেটের সঙ্গে এই প্রতিবাদ আন্দোলনের নেতৃত্বে ছিলেন সায়ন্তন বসুও। লকেটেরে অনুপস্থিতিতে সায়ন্তন নেতৃত্ব দেন প্রতিবাদ সভার। তিনি পুরুলিয়াতে থেকে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে এবং প্রশাসনের অসহযেগিতার বিরুদ্ধে গর্জে উঠবেন। তিনি জানান, বিজেপির প্রতিবাদ থেমে যাবে না। তাঁরা মৃত বিজেপি কর্মীর পরিবারকে সুবিচার দেবেনই।

অভিযোগ, প্রশাসন বিজেপি নেতৃত্বের সঙ্গে সম্পূর্ণ অসহযোগিতা করে চলেছেন প্রথম থেকেই। পুলিশের প্ররোচনায় লকেটরা এলাকায় কোনও হোটেল পর্যন্ত পাননি বলে অভিযোগ। ফলে কখনও বোকারো, কখনও আসানসোলের হোটেলে থাকতে হয়েছে তাঁদের।

ফলে দৈনিক ৫০০ কিলোমিটার যাতায়াতের ধকল নিতে না পেরেই অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ। তারপর বিজেপি রাজ্য সভাপতির সঙ্গে এলাকায় আক্রান্তদের বাড়িতে বাড়িতেও ঘুরেছেন। লকেটের অসুস্থতার পিছনে এটাও একটা কারণ।

English summary
BJP leader Locket Chatterjee loses consciousness in stage of Purulia. She returns immediately in kolkata after feeling illness.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X