For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জয়প্রকাশের ওপর হামলায় বিজেপির তালিকায় তৃণমূলের ৯! সাজানো ঘটনা, দাবি রাজীব বন্দ্যোপাধ্যায়ের

করিমপুরে বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারের ওপর হামলার ঘটনায় নয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করল বিজেপি।

  • |
Google Oneindia Bengali News

করিমপুরে বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারের ওপর হামলার ঘটনায় নয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করল বিজেপি। যে ব্যক্তিকে জয়প্রকাশ মজুমদারকে লাথি মারতে দেখা গিয়েছে, তাকে তৃণমূলের তারিকুল ইসলাম বলে সনাক্ত করেছে বিজেপি। যদিও এই ঘটনায় তাদের দলের কারও হাত নেই বলে দাবি করেছেন নদিয়া জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়।

জয়প্রকাশের পিঠে লাথি

জয়প্রকাশের পিঠে লাথি

পিপুলখোলার ঘিয়াঘাট ইসলামপুর প্রাথমিক বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ পেয়ে সেখানে গিয়েছিলেন জয়প্রকাশ মজুমদার। সেখানে যেতেই তাঁর গাড়ি ঘিরে ধরে দুষ্কৃতীরা। আর গাড়ি থেকে নামতেই চলে কিল, চড়, ঘুষি। একজন তো এক লাথি মারে জয়প্রকাশ মজুমদারকে লক্ষ্য করে। রাস্তার ধারে ঝোঁপের মধ্যে পড়ে যান জয়প্রকাশ মজুমদার। কেন্দ্রীয় বাহিনী এসে তাঁকে উদ্ধার করার পর জয়প্রকাশ মজুমদার অভিযোগ করেন তৃণমূলের দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে।

নয় তৃণমূল কর্মীর নামে অভিযোগ বিজেপির

নয় তৃণমূল কর্মীর নামে অভিযোগ বিজেপির

যে ব্যক্তি জয়প্রকাশ মজুমদারকে লাথি মেরেছে, সেই ব্যক্তি তৃণমূলের তারিকুল ইসলাম। এমনটাই দাবি বিজেপির। একই সঙ্গে সেখানে থাকা আরও আটজনকে শনাক্ত করেছে। তারা হল, হাবিব বিশ্বাস, হাবিবুর রহমান বিশ্বাস, বঙ্কিম মণ্ডল, কালামুদ্দিন বিশ্বাস, মাসাদুল আলম, দুখু মালিথা, খুদাবক্স শেখ, দিনারুল বিশ্বাস।

 সাজানো ঘটনা, দাবি তৃণমূলের

সাজানো ঘটনা, দাবি তৃণমূলের

তবে জয়প্রকাশ মজুমদারের ওপর হামলার ঘটনাকে আমল দিতে রাজি নয় তৃণমূল। জেলা তৃণমূলের পর্যবেক্ষক তথা রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই নিগ্রহের ঘটনায় তৃণমূলের কেউ জড়িত নয়। যারা এই কাজ করেছে, তাদের তীব্র নিন্দা করেছেন তিনি। পাশাপাশি তিনি ঘটনাকে সমবেদনা আদায়ে সাজানো ঘটনা বলেও দাবি করেছেন। তাঁর অভিযোগ, এদিন সকাল থেকেই ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চালিয়ে গিয়েছেন জয়প্রকাশ মজুমদার।

কমিশনে মুকুল রায়

কমিশনে মুকুল রায়

জয়প্রকাশ মজুমদারের ওপর হামলার ঘটনা নিয়ে শোরগোল শুরু হতেই কলকাতায় নির্বাচন কমিশনের দফতরে যায় বিজেপির এক প্রতিনিধি দল। নেতৃত্বে ছিলেন মুকুল রায়। তিনি বিজেপি প্রার্থীকে নির্যাতনের দায়ে জেলাশাসক এবং পুলিশ সুপারের গ্রেফতারের দাবি করেন। তিনি বলেন, কোনও নির্বাচনে এই ধরনের ঘটনা ঘটেনি। তাঁর আরও অভিযোগস পুরো ঘটনার পিছনে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

হারের ভয়েই জয়প্রকাশের ওপর হামলা! তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষেরহারের ভয়েই জয়প্রকাশের ওপর হামলা! তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

English summary
BJP files complain against 9 TMC workers, Rajib Banerjee claims there is no hand of their comrades. There was a attack on Jayprajash Mazumder at Pipulkhola in Karimpur today morning
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X