For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেজরির কাছ থেকে শিক্ষা নিয়ে মমতার তৃণমূলের বিরুদ্ধে প্রয়োগ বিজেপির, পুরভোটে নয়া পথের দিশা

কেজরির কাছ থেকে শিক্ষা নিয়ে মমতার বিরুদ্ধে প্রয়োগ বিজেপির, পুরভোটে নয়া পথের দিশা

  • |
Google Oneindia Bengali News

দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপির নির্বাচনী কৌশল জোর ধাক্কা খেয়েছে। রাজধানী দিল্লির উন্নয়নের চিত্র তুলে ধরে আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল বিজেপির যাবতীয় প্রচার-পরিকল্পনা ধূলিসাৎ করে ছেড়েছিলেন। বিজেপি তাই অন্য পরিকল্পনা নিচ্ছে বাংলার ক্ষেত্রে। বাংলার গেরুয়া শিবির এখন অন্য রাজ্যের বিজেপি-অধ্যুষিত পুরসভাগুলির অগ্রগতি তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছে।

বিজেপি-পরিচালিত পুরসভাগুলির কাজের খতিয়ান

বিজেপি-পরিচালিত পুরসভাগুলির কাজের খতিয়ান

সামনেই পুরসভা ভোট। বিজেপি এবার খানিকটা রণেভঙ্গ দিয়ে বিতর্কিত নাগরিক সংশোধন আইনের পরিবর্তে পুরনির্বাচনের প্রচারে কোন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে ভিন রাজ্যের পুরসভার উন্নয়ন তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছে। বাংলার নেতৃত্ব এখন বিজেপি-পরিচালিত পুরসভাগুলির কাজের খতিয়ান দেখিয়ে ভোট আদায়ের চেষ্টায় নেমেছে।

বাংলায় কোনও পুরসভায় এখনও ক্ষমতা পায়নি বিজেপি

বাংলায় কোনও পুরসভায় এখনও ক্ষমতা পায়নি বিজেপি

রাজ্যের একজন বিজেপি নেতা বলেন, বাংলায় কোনও পুরসভায় এখনও ক্ষমতা পায়নি বিজেপি। ফলে পুরভোটে বিজেপি লাভবান হবে। তৃণমূল কংগ্রেস রাজ্যে পুরসভা চালাতে ব্যর্থ। বিজেপি তুলে ধরবে সে কথা। আর সেই প্রচার পরিকল্পনাতেই বিজেপি পরিচালিত পুরসভার সাফল্য ব্যাখ্যা করবেন তাঁরা।

দিল্লির নির্বাচন থেকে শিক্ষা নিয়ে প্রচার পরিকল্পনায় পরিবর্তন

দিল্লির নির্বাচন থেকে শিক্ষা নিয়ে প্রচার পরিকল্পনায় পরিবর্তন

বঙ্গ বিজেপি নেতারা প্রথম মনস্থির করেছিলেন, তাঁরা নির্বাচনী প্রচারে সিএএর মতো বিতর্কিত বিষয়েই প্রচার চালাবেন। কিন্তু দিল্লির নির্বাচন থেকে শিক্ষা নিয়ে প্রচার পরিকল্পনায় পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েচে বিজেপি। তারা এখন সিএএ ছেড়ে উন্নয়নকেই হাতিয়ার করতে চাইছে।

নির্বাচনী প্রচারে অবশ্যই সিএএ-র কথা উল্লেখ করা হবে

নির্বাচনী প্রচারে অবশ্যই সিএএ-র কথা উল্লেখ করা হবে

বিজেপির কথায়, আমরা সংশোধিত নাগরিকত্ব আইনকে আমাদের মূল অ্যাজেন্ডা হিসাবে প্রদর্শন করব না। তবে আমরা আমাদের নির্বাচনী প্রচারে অবশ্যই সিএএ-র কথা উল্লেখ করব। কারণ বাংলায় বেশ কয়েকটি পুরসভায় এমন জাতির বাস রয়েছে, যাঁরা দেশভাগের আগে এবং পরে বাংলাদেশ থেকে চলে এসেছিলেন।

প্রত্যেক এলাকার জন্য পৃথক পৃথক প্রচার পরিকল্পনা

প্রত্যেক এলাকার জন্য পৃথক পৃথক প্রচার পরিকল্পনা

বিজেপি মনে করে, নতুন এই আইন তুলে ধরার ফলে এই সকল অঞ্চলের ভোটারদের একটি অংশকে প্রভাবিত করা যাবে। ফলে ভোট মেরুকরণও সম্ভব হবে। তবে সর্বত্রই প্রচার পরিকল্পনায় তা করবে না বিজেপি। বিজেপি প্রত্যেক এলাকার জন্য পৃথক পৃথক প্রচার পরিকল্পনা তুলে ধরবে।

English summary
BJP changes campaign plan in Mamata’s Bengal to take teach from Kejriwal. BJP will raise development of BJP-led municipality in other states
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X