For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'সেনাপতি' দিলীপ ঘোষের ‘একুশে-বাহিনী’! বাংলা থেকে চারটি তালিকা মোদী-শাহদের হাতে

একুশের মহাসংগ্রামের আগে বিজেপির রাজ্য সভাপতি পুনর্নিযুক্ত হয়েছেন দিলীপ ঘোষ। এবার রাজ্য কমিটি গঠনের পালা। আরও স্পষ্ট করে বললে রাজ্যে একুশের যুদ্ধের টিম তৈরি করতে চলেছে বিজেপি।

  • |
Google Oneindia Bengali News

একুশের মহাসংগ্রামের আগে বিজেপির রাজ্য সভাপতি পুনর্নিযুক্ত হয়েছেন দিলীপ ঘোষ। এবার রাজ্য কমিটি গঠনের পালা। আরও স্পষ্ট করে বললে রাজ্যে একুশের যুদ্ধের টিম তৈরি করতে চলেছে বিজেপি। ইতিমধ্যে রাজ্য থেকে চার-চারটি তালিকা জমা পড়েছে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। এখন জোর জল্পনা শুরু হয়েছে কমিটিতে কে আসবেন, আর কে এবার বাদ যাবেন।

একুশের যুদ্ধের আগে বিশ্বস্ত বাহিনী

একুশের যুদ্ধের আগে বিশ্বস্ত বাহিনী

দিলীপ ঘোষ সেনাপতি নির্বাচিত হওয়ার পর স্বাভাবিকভাবেই একুশের যুদ্ধের আগে বিশ্বস্ত বাহিনী তৈরি করতে চাইবে। অভিজ্ঞতার পাশাপাশি তরুণ মুখকেও তিনি জায়গা দেবেন। এবং তাঁর মত যে নতুন কমিটি গঠনে প্রাদান্য পাবে, তা বলাই বাহুল্য। কিন্তু সমস্যা হচ্ছে এই কমিটি গঠন নিয়ে মতপার্থক্য সামনে চলে এসেছে।

বিজেপির চারটি তালিকা

বিজেপির চারটি তালিকা

সূ্ত্রের খবর বিজেপির চারটি তালিকা এখন পর্যন্ত জমা পড়েছে কেন্দ্রীয় নেতৃত্বের হাতে। একটি পাঠানো হয়েছে বঙ্গ বিজেপির তরফে। একটি আরএসএসের তরফে। আর পৃথকভাবে দুটি তালিকা পাঠানো হয়েছে রাজ্যের দুই নেতার পক্ষ থেকে। বিভিন্ন তালিকায় থাকা নামগুলি বিবেচনা করে রাজ্য কমিটি গঠন করা হবে।

বাংলা দখলই পাখির চোখ

বাংলা দখলই পাখির চোখ

লোকসভার সাফল্যের পর বাংলা দখলই পাখির চোখ করেছে বিজেপি। সেই লক্ষ্যে এবার বাংলার নতুন রাজ্য কমিটিকে তৈরি করতে চাইছে বিজেপি। অমিত শাহের দেখা পথে বর্তমান সভাপতি জেপি নাড্ডাও বাংলার নতুন কমিটি তৈরি করবেন। এখন দেখার কে সুযোগ পান সেই কমিটিতে।

অভাব-অভিযোগ থাকবেই

অভাব-অভিযোগ থাকবেই

বিজেপি এখন থেকেই সবদিক ভাবনা-চিন্তা করে এগচ্ছে। নতুন কমিটি গঠনের পর অনেকেই অভিযোগ থাকবে। শুধু যাঁরা বাদ পড়তেন, তাঁরাই নন, ক্ষুব্ধ হবেন কমিটিতে স্থান পাওয়া অনেকেই। তাঁদের অভিযোগ থাকবে পদপ্রাপ্তি নিয়ে। সেই সমস্ত অভিযোগকে সামলা দিতে হবে বিজেপি নেতৃত্বকে।

English summary
BJP builds state committee in target of 2021 Assembly in leadership of Dilip Ghosh. But four lists are made from Bengal and final decision is awaited by central leadership.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X