For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাড়ে তিন বছর পর দার্জিলিংয়ে পা রোশনের, পাহাড় রাজনীতিতে নয়া চমকের অপেক্ষা

একুশের ভোটের আগে পাহাড়ে ফিরলেন রোশন গিরি। সাড়ে তিন বছর পর তিনি পা রাখলেন দার্জিলিংয়ে। রবিবার কার্শিয়াংয়ে জনসভা করবেন তিনি। ৬ ডিসেম্বর শিলিগুড়ির বাঘাযতীন পার্কে সভা করার কথা তাঁর। শিলিগুড়ির ওই সভায় থাকতে পারেন বিমল গুরুংও।

Google Oneindia Bengali News

একুশের ভোটের আগে পাহাড়ে ফিরলেন রোশন গিরি। সাড়ে তিন বছর পর তিনি পা রাখলেন দার্জিলিংয়ে। রবিবার কার্শিয়াংয়ে জনসভা করবেন তিনি। ৬ ডিসেম্বর শিলিগুড়ির বাঘাযতীন পার্কে সভা করার কথা তাঁর। শিলিগুড়ির ওই সভায় থাকতে পারেন বিমল গুরুংও। পাহাড়ের রাজনীতিতে নয়া সমীকরণের জন্ম দিতে পারে ওই সভা।

'একুশের নির্বাচনে দিদিকেই সমর্থন করছি'

'একুশের নির্বাচনে দিদিকেই সমর্থন করছি'

শনিবার পাহাড়ে পা দিয়ে রোশন গিরি বলেন, বিনয় তামাং, অনীত থাপা পাহাড়ে স্বজনপোষণ করছে। আর বিজেপি কোনও প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। তাই একুশের নির্বাচনে আমরা দিদিকেই সমর্থন করছি। পাহাড়ে পা দিয়েই এই ঘোষণা করেন বিমল গুরুংয়ের সর্বময় সঙ্গী রোশন গিরি।

বিনয় তামাং-অনীত থাপারা নেপোটিজম করছে

বিনয় তামাং-অনীত থাপারা নেপোটিজম করছে

সাড়ে তিন বছর পাহাড়ে পা দিয়ে তিনি তোপ দাগেন বিনয় তামাং শিবিরের বিরুদ্ধে। পাহাড়ের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রোশন গিরি বলেন, বিনয় তামাং-অনীত থাপারা পাহাড়ের মানুষের সঙ্গে নেপোটিজম করছে। দুর্নীতি করছে পাহাড়ের মানুষের সঙ্গে। তাই তাঁদের আবার ফিরে আসতে হল।

বিজেপির কাছ থেকে মিথ্যা আশ্বাস ছাড়া আর কিছুই জোটেনি

বিজেপির কাছ থেকে মিথ্যা আশ্বাস ছাড়া আর কিছুই জোটেনি

রোশন গিরি আরও বলেন, বিমল গুরুং সম্পূর্ণভাবে তৃণমূলকে সমর্থ করার কথা ঘোষণা করেছেন। কারণ বিজেপির কাছ থেকে মিথ্যা আশ্বাস ছাড়া আর কিছুই জোটেনি তাঁদের। শিলিগুড়িতে সমর্থম পরিবেষ্টিত হয়ে রোশন গিরি এই বার্তা দেন। তারপরই ঘোষণা করেন রবিবার কার্শিয়াংয়ের সভার কথা।

৬ ডিসেম্বর শিলিগুড়িতে সভা করবেন বিমল গুরুং

৬ ডিসেম্বর শিলিগুড়িতে সভা করবেন বিমল গুরুং

একইসঙ্গে তিনি জানান, আগামী ৬ ডিসেম্বর শিলিগুড়িতে সভা করবেন বিমল গুরুং। শিলিগুড়ির বাঘাযতীন পার্ক ময়দানে এই সভা হবে। সাড়ে তিন বছর আত্মগোপন করে থাকার পর এটাই হবে গুরুং-গিরির প্রথম আত্মপ্রকাশ মঞ্চ। ইতিমধ্যেই বিমল গুরু কলকাতায় হঠাৎ হাজির হয়ে তৃণমূলকে সমর্থনের ঘোষণা করে দিয়েছেন। তারপর এই জোড়া সভা বিশেষ তাৎপর্যপূর্ণ।

গুরুং-তামাং দ্বৈরথে ফুটছে পাহাড়

গুরুং-তামাং দ্বৈরথে ফুটছে পাহাড়

বিমল গুরুং ও রোশন গিরি ফিরে আসার পরেই তৎপর হয়ে উঠেছে বিনয় তামাং শিবির। তিনি সাফ জানিয়েছেন গুরুং-গিরিদের সঙ্গে একসঙ্গে কাজ করা অসম্ভব। ইতিমধ্যে তিনি নবান্নে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে একপ্রস্থ বৈঠক করে গিয়েছেন। আবার অন্যদিকে বিজেপি কোমর বাঁধছে পাহাড় রাজনীতিকে অন্য মোড় দিতে। সবমিলিয়ে গুরুং-তামাং দ্বৈরথে ফুটছে পাহাড়।

English summary
Bimal Gurung close aid Roshan Giri returns in hill and gives message for TMC.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X