For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহাচোরের সঙ্গে এসএমএস বিনিময় কেন! হাঁড়ির খবর দিলেন ভারতী ঘোষ

তিনি( ভারতী ঘোষ) মহাচোর ( টাকা চুরির নেতা) তো, তার সঙ্গে এসএমএস বিনিময় কেন। এসএমএস-এ কী আছে তা দেখানোরও জন্যওো কার্যত চ্যালেঞ্জ করেছেন ভারতী ঘোষ।বলেছেন, তিনি ওসবে ভয় পান না।

Google Oneindia Bengali News

তিনি( ভারতী ঘোষ) মহাচোর ( টাকা চুরির নেতা) তো, তার সঙ্গে এসএমএস বিনিময় কেন। এসএমএস-এ কী আছে তা দেখানোরও জন্যও কার্যত চ্যালেঞ্জ করেছেন ঘাটালের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ। বলেছেন, তিনি ওসবে ভয় পান না। তাঁকে যেন ভয় দেখানো না হয়, সূত্রের খবর অনুযায়ী বলেছেন প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ।

কুকুরের মতো মারার হুমকি

কুকুরের মতো মারার হুমকি

তৃণমূলের পক্ষ থেকে বিজেপি নেতা কর্মীদের ভয় দেখানো হচ্ছে। সেই অভিযোগে, কেশপুরে তৃণমূল নেতা-কর্মীদের বাড়ি থেকে বের করে মারার হুমকি দিয়েছিলেন ভারতী ঘোষ। তাঁর অভিযোগ কেশপুরে ৩০ জনকে মেরেছে তৃণমূল। ১১ জন মহিলার কোমর ভেঙে দেওয়ার অভিযোগও করেছেন তিনি।

প্রথমবার মুখ খুলে ভারতীকে আক্রমণ মমতার

প্রথমবার মুখ খুলে ভারতীকে আক্রমণ মমতার

ভারতী‌ ঘোষের বিরুদ্ধে প্রথমবার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ঘাটালে দেবের বিরুদ্ধে একজন লড়াই করতে নেমেছেন, তিনি টাকা চুরির নেতা। তিনি নাকি অনেক বড় বড় ‌কথা বলছেন। কিন্তু তাকে(মমতা) মুখ খোলাবেন না। পুলিশ সুপার থাকাকালীন যে এস‌এম‌এসগুলো করেছিলেন সেগুলো যদি বাজারে ছেড়ে দেন তাহলে আর কিছু বলতে হবে না। মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পাল্টা আক্রমণ ভারতীর

পাল্টা আক্রমণ ভারতীর

শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের জবাব রবিবারে দেন ভারতী ঘোষ। তিনি বলেন, তিনি মহাচোর( টাকা চুরির নেতা) তো তার সঙ্গে এসএমএস বিনিময় কেন। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ধর্ষণের মামলায় অভিযুক্তকে নিরাপত্তা দেওয়ার অভিযোগও কেন ভারতী। মুখ্যমন্ত্রীকে নির্লজ্জ বলে অভিযুক্ত করে ভারতী ঘোষের অভিযোগ, ধর্ষণের মামলার অভিযুক্তকে দিয়ে ভুয়ো রশিদ বানিয়ে আইপিএস অফিসারকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

'মুখ্যমন্ত্রী অশিক্ষিত'

'মুখ্যমন্ত্রী অশিক্ষিত'

সূত্রের খবর অনুযায়ী ভারতী ঘোষ মুখ্যমন্ত্রীকে অশিক্ষিত বলে মন্তব্য করেছেন। ভারতী ঘোষ বলেছেন, তিনি পড়াশোনা করে যে শিক্ষা পেয়েছেন, তা তিনি করে দেখান।

English summary
Bharati Ghosh claims Mamata Banerjee exchanges sms with her. Bharati Ghosh was one of the closeIPS officer of Mamata Banerjee.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X