For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রার্থীদের নাম চূড়ান্ত করে ফেলল বিজেপি! জানুন কে কোথায় লড়তে পারেন

দিল্লিতে দীর্ঘ আলোচনার পরে অন্তত ২৭টি পদে বিজেপি প্রার্থী তালিকা চূড়ান্ত করতে পেরেছে বলে জানা গিয়েছে।

  • By Rahul Roy
  • |
Google Oneindia Bengali News

প্রথম দফার ভোটের মনোনয়ন জমা করার আর বেশিদিন বাকী নেই। অথচ এখনও বিজেপি নেতৃত্ব রাজ্যের কোনও আসনে প্রার্থী ঘোষণা করেনি। ৪২টি আসনের জন্য ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস নাম ঘোষণা করেছে। বাম, কংগ্রেসও নাম ঘোষণা করেছে। বাকী রয়েছে শুধু বিজেপি। দিল্লিতে দীর্ঘ আলোচনার পরে অন্তত ২৭টি পদে বিজেপি প্রার্থী তালিকা চূড়ান্ত করতে পেরেছে বলে জানা গিয়েছে। যদিও সরকারিভাবে কেউ এখনই মুখ খুলতে নারাজ।

২৭টি আসনে প্রার্থীদের নাম চূড়ান্ত করে ফেলল বিজেপি!

গত কয়েকদিন ধরেই দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন রাজ্যের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি অমিত শাহরা। বাংলা থেকে দিলীপ ঘোষ, কৈলাশ বিজয়বর্গীয় ও মুকুল রায়রা সেখানে উপস্থিত ছিলেন।

আলোচনার পর ২৭টি কেন্দ্রে প্রার্থী তালিকা চূড়ান্ত হয়েছে বলে খবর। তার মধ্যে যাদবপুর থেকে অনুপম হাজরা, বিষ্ণুপুর থেকে সৌমিত্র খাঁ, দমদম থেকে শমীক ভট্টাচার্য, কোচবিহার থেকে নিশীথ প্রামাণিক, বারাসত থেকে মানবেন্দ্র রায়, উত্তর কলকাতা থেকে রাহুল সিনহা ও দক্ষিণ কলকাতা থেকে চন্দ্র বোস লড়বেন বলে জানা গিয়েছে।

[আরও পড়ুন: তৃণমূলের ভোট প্রচারে মিমি-নুসরত ছাড়া আর কোন চমক দিতে চলেছেন মমতা! উঠে আসছে কাদের নাম][আরও পড়ুন: তৃণমূলের ভোট প্রচারে মিমি-নুসরত ছাড়া আর কোন চমক দিতে চলেছেন মমতা! উঠে আসছে কাদের নাম]

এর পাশাপাশি বীরভূম কেন্দ্র থেকে দুধকুমার মন্ডল, রায়গঞ্জ থেকে দেবশ্রী চৌধুরী, মেদিনীপুর থেকে দিলীপ ঘোষ, ঘাটাল থেকে ভারতী ঘোষ, আসানসোল থেকে বাবুল সুপ্রিয়, হাওড়া থেকে কল্যাণ চৌবে ও উত্তর মালদহ থেকে খগেন মুর্মু লড়তে চলেছেন বলে খবর। বাকী আসনগুলিতেও প্রার্থী খুব শীঘ্র চূড়ান্ত হয়ে যাবে বলে খবর।

[আরও পড়ুন: দোলে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতি কোবিন্দ ও প্রধানমন্ত্রী মোদীর ][আরও পড়ুন: দোলে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতি কোবিন্দ ও প্রধানমন্ত্রী মোদীর ]

English summary
Bengal BJP finalise 27 candidates for Lok Sabha Elections 2019
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X