For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের কলকাতার বুকে নিশানায় দিলীপ ঘোষ! প্রাতঃভ্রমণে বেরিয়ে বাধার মুখে পড়লেন বঙ্গবিজেপি প্রধান

  • |
Google Oneindia Bengali News

আরও এক বার টার্গেট সেই প্রাতঃভ্রমণ। কয়েকদিন আগেই বিজেপির রাজ্যপ্রধান দিলীপ ঘোষ সকালের চাচক্রে আক্রান্ত হন। এরপর এদিনও সেই একই ঘটনা। প্রাতঃভ্রমণে বেরিয়ে এদিন দিলীপ ঘোষ ফের একবার বাধার সম্মুখীন হন।

এক দিন পার হতেই কী ঘটল!

এক দিন পার হতেই কী ঘটল!

শুক্রবার সকালে ইকো পার্কে ঢুকতে যান রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। কিন্তু অভিযোগ তাঁকে সেখানে ঢুকতে দেননি ইকো পার্কের নিরাপত্তারক্ষীরা। এই ঘটনাকে কেন্দ্র করে দু'পক্ষের বাদানুবাদ শুরু হয়। যার জেরে এলাকা ফের উত্তপ্ত হয়।

 দিলীপ ঘোষের প্রতিক্রিয়া কী?

দিলীপ ঘোষের প্রতিক্রিয়া কী?

দিলীপ ঘোষ জানিয়েছেন, 'মর্নিং ওয়াকের জন্য মুখ্যমন্ত্রী যে সময়সীমা বেঁধে দিয়েছেন, সেই মতোই সকাল সাড়ে ৫ টা থেকে সাড়ে ৮ টার মধ্যে এসেছি। আমরা তো নিয়ম মতেই এসেছি। তাহলে কেন বাধা?'

 'ভয় দেখানোর রাজনীতি করছে তৃণমূল'

'ভয় দেখানোর রাজনীতি করছে তৃণমূল'

বিজেপির রাজ্য সভাপতির অভিযোগ ভয় দেখানোর রাজনীতি করছে তৃণমূল। উল্লেখ্য, কয়েকদিন আগেই রাজারহাটের চা চক্রে হামলার সিকার হন দিলীপ ঘোষ। ঘটনায় কাঠগড়ায় ওঠে তৃণমূল। এরপর এদিন ইকো পার্কে বাধা পাওয়ায় , সেই একই অভিযোগে সরব বিজেপি।

 দিলীপ ঘোষের ক্ষোভ

দিলীপ ঘোষের ক্ষোভ

'বিপদ আসন্ন বুঝতে পেরেই বাংলায় এধরনের রাজনীতি করছে তৃণমূল। আমরা চা খাব কি না, বা কোখায় খাব, কোখায় যাব, তা তৃণমূলের গুণ্ডারা ঠিক করে দিচ্ছে।" এরপরই রাজ্য বিজেপির প্রধান জানান,' যারা সমাজবিরোধির ভাষায় কথা বলেন, তাদের সেই ভাষাতেই জবাব দিতে হবে। '

 দিলীপ ঘোষের ওপর হামলা

দিলীপ ঘোষের ওপর হামলা

এই নিয়ে পর পর কলকাতার বুকে টার্গেটে রইলেন রাজ্যের বিজেপি প্রধান দিলীপ ঘোষ। রাজারহাটের ঘটনার পর রাজ্যের বহু এলাকায় বিজেপি প্রতিবাদ করে। এমনকি পদ্মশিবিরে হাইকমান্ডও বিষয়টিকে গুরুত্ব দিয়েছে। আর তার প্রমাণ মিলেছে বৃহস্পতিবারের বিজেপির ভার্চুয়াল সভায়। সেখানে দিলীপ ঘোষের বিরুদ্ধে হামলার ঘটনার প্রবল নিন্দা করেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।

English summary
Bengal BJP chief Dilip ghosh again targeted , now in Kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X