For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কয়লাকাণ্ডে প্রাক্তন আইসি অশোকের হাত ঘুরে কোথায়-কোথায় টাকা যেত, ইডির হাতে চাঞ্চল্যকর তথ্য

কয়লাকাণ্ডে টাকার হাতবদলে যুক্ত প্রাক্তন আইসি অশোক, কোথায়-কোথায় টাকা যেত, ইডির হাতে চাঞ্চল্যকর তথ্য

  • |
Google Oneindia Bengali News

কয়লা কাণ্ডে (coal scam) চাঞ্চল্যকর দাবি ইডির (ed)। দিল্লির আদালতে তথ্য পেশ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। তাঁদের দাবি কোটি কোটি টাকার হাতবদল হয়ে বাঁকুড়ার (bankura) প্রাক্তন আইসি (ic) অশোক মিশ্রের (ashok mishra) হাত ধরে। তিনি আবার পালিয়ে বেড়ানো তৃণমূল নেতা বিকাশ মিশ্রের আত্মীয়।

মাস কয়েকে ১৬৮ কোটি টাকা পাচার

মাস কয়েকে ১৬৮ কোটি টাকা পাচার

দিল্লি হাইকোর্টে কয়লা কাণ্ডে নিয়ে বেশ কিছু তথ্য পেশ করেছেন ইডির আধিকারিকরা। সেখানে দাবি করা হয়েছে। গত বছরের মাঝামাঝি সময়ে ( জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত) কয়েক মাসে অশোক মিশ্রের হাত দিয়ে ১৬৮ কোটি টাকা পাচার হয়েছে। এই টাকা ক্যাশ হিসেবেই অশোক মিশ্রের কাছে পাঠিয়ে ছিলেন অনুপ মাঝি। এদিন এমনটাই দাবি করা হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে।

দেড় বছরে গিয়েছে ১৩৫২ কোটি

দেড় বছরে গিয়েছে ১৩৫২ কোটি

যদি এই সময়টা একটু বেশি করে ধরা হয়, তাহলে দেখা যাবে দেড় বছর সময়ে ১৩৫২ কোটি টাকা পাচার করা হয়েছে বেঙ্গল কোলিয়ারি বেল্ট থেকে। তা গিয়েছেন উত্তর ভারত ছাড়াও বিদেশে। এর মধ্যে লন্ডন এবং তাইল্যান্ডের কথাও উল্লেখ করা হয়েছে। এই টাকার ভাগ যেমন বেঙ্গল কোলিয়ারি বেল্টের পুলিশ আধিকারিকরা পেয়েছেন, তেমনই শাসকদলের শীর্ষ নেতাদের কাছেও পৌঁছে যেত। পলাতক বিনয় মিশ্রই রাজনৈতিক নেতাদের বিষয়টি দেখাশোনা করতেন।

পরিকল্পনা করতেন বিনয়

পরিকল্পনা করতেন বিনয়

ইডি সূত্রে দাবি করা হয়েছে, বিনয় মিশ্র এসবের পরিকল্পনা করতেন, আর তা রূপায়ন করতেন আত্মীয় তথা পুলিশ আধিকারিক অশোক মিশ্র। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি অনুযায়ী, পরিচয় লুকিয়ে এখন বাংলাদেশে রয়েছেন বিনয় মিশ্র। কয়লার কালো টাকা সাদা করতে হাসপাতাল, স্কুল-সহ বিভিন্ন জায়গায় বিনিয়োগ করা হয়েছে। যেসব জায়গা থেকে কালো টাকা সাদা করা হত বলে অভিযোগ ইডির।

 অশোক মিশ্র ও অনুপ মাঝিকে জেরা

অশোক মিশ্র ও অনুপ মাঝিকে জেরা

গত সপ্তাহের ইডির হাতে গ্রেফতার হওয়া অশোক মিশ্রকে জেরা করেছেন গোয়েন্দারা। অশোক মিশ্রকে গ্রেফতারের আগে তাঁর সহযোগীদেরও গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে সই করে টাকা নেওয়ার রসিদও পাওয়া গিয়েছে বলে দাবি করা হয়েছে ইডির তরফে। এদিকে বৃহ্স্পতিবার অনুপ মাঝিকে পঞ্চমবারের জন্য তলব করে সিবিআই। পাশাপাশি তাঁর সঙ্গী গুরুপদ মাঝিকেও তলব করা হয়েছে।

'আমার সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে কোনও রাগ নেই', হুগলি থেকে মমতা অবস্থান স্পষ্ট করেই দিলেন বড়সড় হুঙ্কার 'আমার সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে কোনও রাগ নেই', হুগলি থেকে মমতা অবস্থান স্পষ্ট করেই দিলেন বড়সড় হুঙ্কার

English summary
Bankura IC Ashok Mishra is involved in movement of money in coal scam case, says ED.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X