For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা আক্রান্ত বহরমপুরের জেলা বিচারক, বন্ধ হয়ে গেল আদালতের বিচার প্রক্রিয়া

বহরমপুর জেলা আদালতের এক বিচারকের করোনা সংক্রমণের জেরে বন্ধ হয়ে গেল আদালতের বিচার প্রক্রিয়া। আদালত সূত্রে জানা গিয়েছে, বহরমপুর আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (তৃতীয় আদালত) করোনা পজেটিভ হয়েছেন।

  • By Aveek
  • |
Google Oneindia Bengali News

বহরমপুর জেলা আদালতের এক বিচারকের করোনা সংক্রমণের জেরে বন্ধ হয়ে গেল আদালতের বিচার প্রক্রিয়া। আদালত সূত্রে জানা গিয়েছে, বহরমপুর আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (তৃতীয় আদালত) করোনা পজেটিভ হয়েছেন। সেকারণে বন্ধ করে দেওয়া হয় বহরমপুর আদালত।

করোনা আক্রান্ত বহরমপুরের জেলা বিচারক, বন্ধ হয়ে গেল আদালত

পাশাপাশি, করোনা আক্রান্ত বিচারকের সংস্পর্শে আসা সমস্ত ব্যক্তিদের রক্তরসের নমুনা সংগ্রহ করা হয়েছে। রবিবার সকাল থেকে বিচারকদের আবাসন সহ আদালতের সমস্ত বিভাগ জীবাণুমুক্তকরণ করে দমকল বাহিনী।

আদালত সূত্রে আরও জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই অসুস্থ বোধ করছিলেন আলিপুর জেলা আদালতের বিচারক। এরপর বৃহস্পতিবার রক্তের নমুনা ও লালা রস পরীক্ষার জন্য পাঠানো হলে। ওই বিচারকের করোনা পজেটিভ রিপোর্ট আসে। তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সংস্পর্শে আসা আদালত কর্মী এবং উনার পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

বহরমপুর জেলা আদালতের মতো একটি গুরুত্বপূর্ণ আদালতে বিচারকের এই রকম করোনা ধরা পড়ায় চিন্তিত আইনজীবী থেকে আদালত কর্মী সকলেই। সে কারণেই জেলা মুখ্য বিচারিক আগামী ৩০ শে জুন পর্যন্ত দেওয়ানী ও ফৌজদারী বিভাগ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।

 'ব্যর্থতা ঢাকতেই জিনপিং ভারতকে আক্রমণ করছেন', বার্তা খোদ চিনা বিশেষজ্ঞের 'ব্যর্থতা ঢাকতেই জিনপিং ভারতকে আক্রমণ করছেন', বার্তা খোদ চিনা বিশেষজ্ঞের

English summary
Baharampur district judge is Coronavirus-affected. The court is closed due to coronavirus.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X