For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আসানসোলে শত্রুঘ্ন সিনহা নাকি অগ্নিমিত্রা পাল- কে জিতবেন? সোজা কথায় জানালেন বাবুল

আসানসোলে শত্রুঘ্ন সিনহা নাকি অগ্নিমিত্রা পাল- কে জিতবেন? সোজা কথায় জানালেন বাবুল

Google Oneindia Bengali News

বাবুল সুপ্রিয়র কেন্দ্রে এবার লড়াই শত্রুঘ্ন সিনহা বনাম অগ্নিমিত্রা পালের। এর আগে বিজেপির টিকিটে দু-দু'বার জিতেছেন বাবুল সুপ্রিয়। স্বভাবতই এবার জয় মাল্য কার গলায় শোভা পাবে তা নিয়ে বাবুল সু্প্রিয় কী বলেন, সেদিকে বিশেষ নজর ছিল রাজনৈতিক মহলের। বাবুল সুপ্রিয় সাফ জানিয়ে দিলেন, এবার কে জিততে চলেছেন আসানসোলে।

আসানসোলের লাল দুর্গ হয়েছিল গেরুয়া

আসানসোলের লাল দুর্গ হয়েছিল গেরুয়া

২০১৪ ও ২০১৯ লোকসভা নির্বাচনে আসানসোলে বিজেপির প্রার্থী ছিলেন বাবুল সুপ্রিয়। দুবারই তিনি উড়িয়ে দিয়েছিলেন তৃণমূলের প্রার্থীকে। আসানসোল ছিল লাল দুর্গ। সেই দুর্গকে গেরুয়া বানানোর অন্যতম কারিগর ছিলেন বাবুল সুপ্রিয়। নরেন্দ্র মোদীর আশীর্বাদধন্য হয়ে তিনি সবুজ হতে দেননি লাল দুর্গ আসানসোলকে।

বাবুল সুপ্রিয় আসানসোল ছেড়ে বালিগঞ্জে

বাবুল সুপ্রিয় আসানসোল ছেড়ে বালিগঞ্জে

২০১৪ সালে তিনি ত্রিমুখী লড়াইয়ে তৃণমূলের দোলা সেনকে হারিয়েছিলেন আসানসোলে। আর ২০১৯-এ হারিয়েছিলেন মুনমুন সেনকে। কিন্তু তারপর বিজেপিতে ক্রমেই তিনি ব্রাত্য হয়ে পড়েন। এবং ২০২১-এর সেপ্টেম্বরে বাবুল সুপ্রিয় যোগ দেন তৃণমূলে। বিজেপির সঙ্গে সব সম্পর্ক চুকে যায়। এবার তিনি বালিগঞ্জ থেকে তৃণমূল প্রার্থী। আর তাঁর কেন্দ্রে অর্থাৎ আসানসোলে তৃণমূল প্রার্থী বলিউডের অন্যতম মেগাস্টার শত্রুঘ্ন সিনহা।

শত্রুঘ্ন সিনহা না অগ্নিমিত্রা পাল, বাবুলের মত

শত্রুঘ্ন সিনহা না অগ্নিমিত্রা পাল, বাবুলের মত

বাবুল সুপ্রিয় এবার আসানসোল নিয়ে পর্যালোচনায় সাফ জানিয়েছেন, ২০২২-এর উপনির্বাচন শত্রুঘ্ন সিনহার কাছে উড়ে যাবেন অগ্নিমিত্রা পাল। এরপরই বাবুলের মন্তব্যের পাল্টা দিয়েছেন বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পাল। নির্বাচনে তাঁরা পরস্পরের প্রতিদ্বন্দ্বী না হলেও বাগযুদ্ধে জড়িয়ে পড়েছেন। বিজেপির প্রাক্তনী খোঁটা দিতে ছাড়েননি অগ্নিমিত্রাকে।

বাবুল সুপ্রিয়কে পাল্টা নিশানা অগ্নিমিত্রা পালের

বাবুল সুপ্রিয়কে পাল্টা নিশানা অগ্নিমিত্রা পালের

বাবুল সুপ্রিয় অগ্নিমিত্রাকে প্রার্থী হওয়ার জন্য শুভেচ্ছা জানিয়ে বলেন, আমার হাত ধরেই রাজনীতিতে এসেছিলেন অগ্নিমিত্রা। কিন্তু তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার সামনে তিনি ঝড়ের মতো উড়ে যাবেন। আর তার পাল্টা দিয়ে অগ্নিমিত্রা জানিয়েছেন, আমি রাজনীতিকে বাবুলকে দেখে আসিনি, এসেছি নরেন্দ্র মোদীর আদর্শে অনুপ্রাণিত হয়ে।

বহিরাগত প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে নিয়ে অগ্নিমিত্রা

বহিরাগত প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে নিয়ে অগ্নিমিত্রা

অগ্নিমিত্রা আরও বলেন, বাবুল সুপ্রিয় তাঁর ভালো বন্ধু হলেও রাজনীতিতে এই মুহূর্তে তাঁরা শত্রু। তাঁর কথায়, আসানসোলবাসী তৃণমূলকে জেতাবে না কখনই। কারণ আসানসোলের মাটি বিজেপির। নরেন্দ্র মোদীকে দেখে আসানসোলবাসী ভোট দেবেন। আর বহিরাগত প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে এখানকার মানুষ মেনে নেবে না।

আসানসোলে বিধায়ক যখন সাংসদ-প্রার্থী

আসানসোলে বিধায়ক যখন সাংসদ-প্রার্থী

২০২১ বিধানসভায় আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন অগ্নিমিত্রা। তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের সঙ্গে কাঠে-খড়ে লড়াই হয়েছিল অগ্নিমিত্রা। শেষহাসি হাসেন বিজেপি প্রার্থী। এবার বিধায়ককেই লোকসভা উপনির্বাচনে প্রার্থী করেছে বিজেপি। এই কেন্দ্রে শত্রুঘ্ন জিতলে অগ্নিমিত্রা বিধায়ক রয়ে যাবেন। আর অগ্নিমিত্রা জিতলে ফের উপনির্বাচনের দামামা বাজবে আসানসোলে।

English summary
Babul Supriyo explains who can win in Asansol among Shatrughan Sinha and Agnimitra paul
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X