অবৈধ গর্ভপাত নিয়ে সচেতনতা শিবির
আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ডুয়ার্সের চা বলয়ে বনবস্তির প্রত্যন্ত এলাকা জুড়ে অবৈধ ভাবে প্রতিনিয়ত চলছে গর্ভপাত। অবশেষে অবৈধ গর্ভপাত বন্ধ করতে উদ্যোগী হল ফ্যামিলি প্লানিং আ্যসোসিয়েশন অফ ইন্ডিয়া সংস্থা। এই সংস্থার পক্ষ থেকে বিভিন্ন চা বলয়ে বনবস্তি এলাকার মহিলাদের এই বিষয়ে সচেতন করার উদ্যোগী হয়েছেন।

বুধবার কালচিনির চা বাগানেও এই সচেতনতা শিবির আয়োজিত করা হয় । এই শিবিরে চা বলয়ের মহিলারা উপস্থিত ছিলেন। ফ্যামিলি প্লানিং অফ আ্যসোসিয়েশন অফ ইন্ডিয়ার ম্যানেজার তুষার চক্রবর্তী জানান, বর্তমানে অলিগলিতে ব্যাঙের ছাতার মত ওষুধের দোকান গজিয়ে উঠেছে এবং তারা অবৈধ ভাবে গর্ভপাত করাছে এটা বন্ধ হওয়া দরকার। তারা এই বিষয়ে প্রশাসনের কাছে আবেদন করেছেন। তারা প্রতিটি চা বলয়ে ও বনবস্তি এলাকায় এই বিষয়ে সচেতনতা শিবির করছেন । তারা আবেদন করছেন মানুষজন যাতে সরকারি হাসপাতালে যায়। তারা ফ্যামিলি প্লানিং অফিসে ও আসতে পারেন।