For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের অটো-দৌরাত্ম্য ! এবার চালকের রোষে ষষ্ঠ শ্রেণির ছাত্র

ফের অটো-দৌরাত্ম্যের অভিযোগ বাগুইআটিতে। খুচরো নিয়ে গোলমালের জেরে বাবার সামনে স্কুলপড়ুয়াকেই মারধরের অভিযোগ উঠল অটোচালকের বিরুদ্ধে। রবিবার রাত পর্যন্ত পুলিশ অটোচালককে গ্রেফতার করতে পারেনি।

  • |
Google Oneindia Bengali News

ফের অটো-দৌরাত্ম্যের অভিযোগ বাগুইআটিতে। খুচরো নিয়ে গোলমালের জেরে বাবার সামনে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে মারধরের অভিযোগ উঠল অটোচালকের বিরুদ্ধে। রবিবার রাত পর্যন্ত পুলিশ অটোচালককে গ্রেফতার করতে পারেনি।

ফের অটো-দৌরাত্ম্য ! এবার ছাত্রকে ধাক্কা দেওয়ার অভিযোগ

রঘুনাথপুরের বাসিন্দা আদর্শ চামারিয়া নামে ওই ছাত্র জোড়ামন্দির সংলগ্ন একটি ইংরেজি মাধ্যম স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র। বাবা সুশীল চামারিয়ার সঙ্গে শনিবার রাতে শ্যামনগর থেকে বাড়ি ফিরছিল আদর্শ। সুশীল চামারিয়ার অভিযোগ, বাগুইআটি মোড়ে পৌঁছে অটোচালক তন্ময় মৈত্রকে তিনি ৫০ টাকার নোট দেন। সুশীল চামারিয়ার দাবি, মোট ভাড়া ১৪ টাকা হওয়ায় তিনি ৪ টাকা খুচরোও দেন। এই সময় অটোচালক তাদের গালাগালি দেন বলে অভিযোগ। কেন পুরো টাকা খুচরো দেওয়া হয়নি তা নিয়ে অটোচালক প্রশ্ন করেন। একইসঙ্গে গাড়িতে ওঠার আগে খুচরো না থাকার কথা কেন জানানো হয়নি, তা নিয়েও প্রশ্ন তোলেন অটোচালক। বিষয়টি নিয়ে অটোচালক এবং সুশীল চামারিয়ার মধ্যে বাদানুবাদ হয়, জানিয়েছেন সুশীল চামারিয়া।

বাদানুবাদের সময় অটোচালক খারাপ কথা বলায় প্রতিবাদ করে আদর্শ চামারিয়া নামে ষষ্ঠ শ্রেণির ওই ছাত্র। সেই সময় অটোচালক তন্ময় মৈত্র আদর্শকে ঠেলা দেন বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদ করে সুশীল চামারিয়া। সুশীল চামারিয়ার অভিযোগ, এই বাদানুবাদের সময় অভিযুক্ত অটোচালকের পাশেই দাঁড়ান অন্য অটোচালকরা। তাঁকে এবং তাঁর ছেলেকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। বিষয়টি নিয়ে সুশীল চামারিয়া প্রথমে বাগুইআটি ট্রিফিক গার্ডে অভিযোগ জানান। পরে বাগুইআটি থানায় গিয়েও অভিযোগ দায়ের করেন তিনি।

অন্যদিকে রুটের অটো ইউনিয়ন অভিযুক্ত অটোচালকের পাশেই দাঁড়িয়েছে। তারা জানিয়েছে, বাগুইআটি মোড়ে খুচরো বের করতে দেরি হওয়ায় যানজট হতে পারে, সেইজন্য আপত্তি করেছিলেন অটোচালক। তবে ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রকে ধাক্কা দেওয়া হয়নি বলে ইউনিয়নের তরফে দাবি করা হয়েছে। যদিও ঘটনায় অভিযুক্ত অটোচালককে তিনদিনের জন্য সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছে অটো ইউনিয়ন।

English summary
Auto Driver from Baguiati allegedly mis behave with a Student and his father for small change
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X