For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিধানসভা নির্বাচন ৬ মাস এগিয়ে আসতে পারে ! বিজেপির ইঙ্গিত কোন দিকে

লোকসভা ভোটের ফল প্রকাশ্যে আসতেই এবার রাজ্যের শাসকদল তৃণমূল ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করে দিয়েছে বিরোধী বিজেপি।

  • |
Google Oneindia Bengali News

লোকসভা ভোটের ফল প্রকাশ্যে আসতেই এবার রাজ্যের শাসকদল তৃণমূল ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করে দিয়েছে বিরোধী বিজেপি। ঘাসফুল শিবিরকে প্রায় দুর্মুশ করে দিয়ে একের পর এক গড়ে জয়ের রথ চালিয়ে নিয়ে গিয়েছে পদ্মশিবির। আর লোকসবার পরই বিজেপির পাখির চোখ পুরসভা ভোট। যে ভোটের ফাইনালের আগে কার্যত লিগ-ম্যাচ লেভেল-এ এগিয়ে থেকে পথ চলা শুরু করেছে দিলীপ ঘোষের দল!কারণ গতকালই উত্তর ২৪ পরগনার ৪ পুরসভার দখল নিয়ে ফেলেছে বিজেপি।

বিধানসভা নির্বাচন ৬ মাস এগিয়ে আসতে পারে ! বিজেপির ইঙ্গিত কোন দিকে

পুরসভা ভোট দখলের পরই রাজ্যে থাবা বসানোর পরিকল্পনা রয়েছে মোদী-অমিত শাহের দলের। এদিকে,রাজ্যের দাপুটে বিজেপি নেতা রাহুল সিনহার দাবি,'আমার ধারণা আর ৬ মাস থেকে ১ বছরের মধ্যেই বিধানসভো ভোট হয়ে যাবে পশ্চিমবঙ্গে। বর্তমান সরকার ২০২১ পর্যন্ত টিকেই থাকতে পারবে না। তৃণমূলের অন্দরে প্রচুর অস্বস্তি রয়েছে। তৃণমূলের সরকার পুলিশ আর সিআইডিকে চাপ দিয়ে চলছে।'

প্রসঙ্গত, ভোটে জিতে এর আগে বাবুল সুপ্রিয়ও একই ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আয়ু যতটা কম করে আনা যায় তার জন্যই তাঁরা সচেষ্ট হবেন। ফলে বঙ্গ বিজেপির বিভিন্ন মহলে কান পাতলেই শোনা যাচ্ছে,'ভোট এগিয়ে' আনার কথা।

English summary
I think Assembly elections will be held within 6 months in West Bengal says Rahul Sinha.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X