For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি ছেড়ে এবার কে তৃণমূলের পথে, একেবারে নাম করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য অর্জুনের

দিনের পর দিন জল্পনার জাল বিস্তার করে বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেছেন বারাপুরের সাংসদ অর্জুন সিং। তারপর থেকেই তিনি বিজেপির ঘর ভাঙতে সিদ্ধহস্ত হলেন। একেবারে নাম করে বিজেপির সাংসদের দিকে হাত বাড়ালেন তিনি।

Google Oneindia Bengali News

দিনের পর দিন জল্পনার জাল বিস্তার করে বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেছেন বারাপুরের সাংসদ অর্জুন সিং। তারপর থেকেই তিনি বিজেপির ঘর ভাঙতে সিদ্ধহস্ত হলেন। একেবারে নাম করে বিজেপির সাংসদের দিকে হাত বাড়ালেন তিনি। ফলে বিজেপি যে ভয়টা করছিল, সেই কাজ শুরু করে দিলেন অর্জুন সিং। অর্জুনের ফার্স্ট টার্গেট কি তবে সৌমিত্র খাঁ!

সৌমিত্রকে ভাই সম্বোধন করে স্পষ্ট বার্তা অর্জুনের

সৌমিত্রকে ভাই সম্বোধন করে স্পষ্ট বার্তা অর্জুনের

তৃণমূলে যোগ দেওয়ার পর প্রথমবার দলের বৈঠকে গিয়েছিলেন অর্জুন সিং। সেখানে গিয়েই তিনি সৌমিত্র খাঁকে নিয়ে জল্পনা বাড়ালেন। সৌমিত্র তাঁকে ভাই সম্বোধন করে জানালেন, আরও অনেকে বিজেপিতে আসতে চলেছে। তবে এত তাড়াতাড়ি কিছু না বলাই ভালো। তিনি আবারও জানালেন বিজেপিতে কেউ থাকবেন না। কারণ বিজেপির সঙ্গে মাটির কোনও যোগ নেই।

সৌমিত্র খাঁকে নিয়ে ঠিক কী বললেন অর্জুন

সৌমিত্র খাঁকে নিয়ে ঠিক কী বললেন অর্জুন

এদিন সৌমিত্র খাঁকে নিয়ে ঠিক কী বললেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া অর্জুন সিং? তিনি বলেন, সৌমিত্র আমার ভাই আছে। তবে এত তাড়াতাড়ি কিছু বলা ঠিক নয়। ওয়েট অ্যান্ড সী, অনেকে আসবে। সৌমিত্র খাঁকে নিয়ে বারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের এই ইঙ্গিতপূর্ণ মন্তব্যের পরই গুঞ্জন ছড়িয়েছে রাজনৈতিক মহলে। সৌমিত্রর নাম তো নিজের মুখেই করলেনই, এখনও অনেকে আসবে বলে তিনি কাদের কথা বলতে চাইলেন, তা নিয়েই শুরু হয়েছে চর্চা।

অর্জুনের গড়ে বিজেপির ভাঙন রুখতে শুভেন্দু

অর্জুনের গড়ে বিজেপির ভাঙন রুখতে শুভেন্দু

এদিকে অর্জুন সিং বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই পদ্ম শিবির প্রবল আতঙ্কে রয়েছে। তারা তড়িঘড়ি বৈঠকে বসে শুভেন্দু অধিকারীকে দায়িত্ব দিয়েছেন বারাকপুরে। বারাকপুরে যাতে ভাঙন না ধরে আর, বিজেপির সংগঠন যাতে আর ক্ষয়িষ্ণু না হয়, তা দেখতেই বিজেপি নেতৃত্ব ভরসা করছেন শুভেন্দু অধিকারীর উপর। শুভেন্দু অধিকারী বুধবার বারাকপুরে বৈঠক করবেন সেই মর্মে।

অর্জুনের সৌমিত্র-টার্গেট, জবাবে যা বললেন লকেট

অর্জুনের সৌমিত্র-টার্গেট, জবাবে যা বললেন লকেট

শুভেন্দুর সেই বৈঠকের আগে সৌমিত্র খাঁকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বিজেপির চাপ আরও বাড়িয়ে দিলেন অর্জুন সিং। অর্জুনের সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় বলেন, বিজেপিতে অবিশ্বাসের বাতাবরণ তৈরির করার চেষ্টা চলছে। যাঁরা দল ছাড়তে চান, তাঁরা যেন অবিলম্বে দলে ছড়ে চলে যান। দরজা খোলাই রয়েছে। আমি নিশ্চিত বিজেপি তাদের সংগঠন ঠিক গুছিয়ে নিতে পারবে।

অর্জুনের ইঙ্গিতপূর্ণ মন্তব্যের পর সৌমিত্র খাঁর পাল্টা

অর্জুনের ইঙ্গিতপূর্ণ মন্তব্যের পর সৌমিত্র খাঁর পাল্টা

সৌমিত্র খাঁকে নিয়ে যখন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন অর্জুন সিং, তখন তিনি চুপ করে থাকবেন, তা তো হয় না। সৌমিত্র খাঁ এদিন তাঁর অর্জুনদাকে সাফ জানিয়ে দিলেন, কোন শর্তে আর কবে তিনি তৃণমূলে ফিরতে পারেন। যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলে থাকবেন না সেদিনই তৃণমূলে ফিরবেন তিনি। কারণ অভিষেকের নেতৃত্বে তিনি পার্টি করবেন না। আগেও তিনি একথা বলেছিলেন, এখনও তিনি সেই একই অবস্থানে অনড় থাকলেন।

English summary
Arjun Singh increases speculation with Soumitra Khan and gives broken message to BJP.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X