For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'আমেরিকা, লন্ডন থেকে ফোর্স এলেও ফলাফল একই হবে',ভোট-উত্তাপে চেনা মেজাজে অনুব্রত

ভোটযুদ্ধের জন্য বীরভূমের ময়দান তপ্ত হতেই রীতিমত মেজাজে ধরা দিলেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এদিন তাঁকে ফের একবার চেনা মেজাজে দেখা গেল।

  • |
Google Oneindia Bengali News

ভোটযুদ্ধের জন্য বীরভূমের ময়দান তপ্ত হতেই রীতিমত মেজাজে ধরা দিলেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এদিন তাঁকে ফের একবার চেনা মেজাজে দেখা গেল। অনুপম হাজরার দলত্যাগের পর তিনি সাংসদকে 'রামছাগল' বলে কটাক্ষ করার পর এদিন অর্জুন সিংকে নিয়েও কটাক্ষ করেন।

আমেরিকা, লন্ডন থেকে ফোর্স এলেও ফলাফল একই হবে,ভোট-উত্তাপে চেনা মেজাজে অনুব্রত

এদিন রাজ্যে কেন্দ্রিয় বাহিনীর আগমন নিয়ে মুখ খুললেন অনুব্রত মণ্ডল। তিনি বলেন, 'আমেরিকা , লন্ডন থেকে ফোর্স এসে গেলেও কেউ কিছু করতে পারবে না।' তাঁর দাবি বাহিনী বাহিনীর মতো কাজ করবে , আর তৃণমূল নিজের দলীয় নীতি মেনে কাজ করবে। পাশাপাশি এদিন স্বভাবসিদ্ধ ভূমিকায় অনুব্রত মণ্ডল জানান, এই ভোটে আর পাঁচন নয়, বরং তিনি নকুলদানার দাওয়াইয়ের ওপরেই বেশি আস্থা রাখছেন। তাঁর দাবি বাহিনীর অস্ত্র দেখে তৃণমূলের সদস্যরা ভয় পাননা। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের উন্নয়নকে মোদী কিভাবে আটকাবেন তা নিয়েও প্রশ্ন তোলেন অনুব্রত মণ্ডল ।

[আরও পড়ুন; মোদীর পথে রাহুলও! আসন্ন লোকসভা নির্বাচনে নয়া স্ট্র্যাটেজি নিয়ে এগোচ্ছে কংগ্রেস][আরও পড়ুন; মোদীর পথে রাহুলও! আসন্ন লোকসভা নির্বাচনে নয়া স্ট্র্যাটেজি নিয়ে এগোচ্ছে কংগ্রেস]

অনুব্রত মণ্ডলের দাবি, ৪২ টি আসনে ভোট হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে সামনে রেখে। পাশাপাশি বীরভূমের একাধিক জায়গায় ১ লাখের বেশি লিড নিয়ে তাঁর দলের প্রার্থীরা এগোবেন বলে আশা করেছেন বীরভূমের কেষ্ট। তিনি এও দাবি করেছেন ভোটের ফলাফলে যদি কোনও কিছু খারাপ দেখতে পেয়েছেন তিনি, তাহলে বদ্ধঘরের ৪ দেওয়ালের মধ্যেই তিনি বিষয়টি 'বুঝে নেবেন'।

[আরও পড়ুন: দাদার প্রস্থানে তৃণমূল প্রবেশ ঘটছে অর্জুনের ভাইয়ের, ড্যামেজ কন্ট্রোলে বিজেপির ঘরে হানা][আরও পড়ুন: দাদার প্রস্থানে তৃণমূল প্রবেশ ঘটছে অর্জুনের ভাইয়ের, ড্যামেজ কন্ট্রোলে বিজেপির ঘরে হানা]

English summary
Anubrata Mondol hits out at Modi government over central Force.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X