For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পিকে ইস্যুতে তৃণমূলে ভাঙনের পর পাঞ্জাব কংগ্রেসে কিশোরের গণ্ডি জানান দিয়ে রাখলেন অমরিন্দর

পিকে ইস্যুতে তৃণমূলে ভাঙনের পর পাঞ্জাব কংগ্রেসে কিশোরের গণ্ডি জানান দিয়ে রাখলেন অমরিন্দর

  • |
Google Oneindia Bengali News

২০২১ বিধানসভা নির্বাচন পর্ব সম্পন্ন হওয়ার পর দেশে ২০২২ সালেও আরও একটি নির্বাচন পর্ব শুরু হবে। ২০২২ এ উত্তরপ্রদেশ , পাঞ্জাবে হাইভোল্টেজ বিধানসভা নির্বাচন রয়েছে ফেব্রুয়ারি , মার্চের দিকে। তার আগেই পাঞ্জাব কংগ্রেসে অমরিন্দর সিংয়ের ভোট স্ট্র্যাটেজিস্ট হিসাবে কাজ করছেন প্রশান্ত কিশোর। এদিকে, বাংলার নির্বাচনের আগে প্রশান্ত ইস্যুতে তৃণমূলের ঘরে ভাঙনের পর এবার পাঞ্জাবের কংগ্রেসে প্রশান্ত কিশোরের গণ্ডি কোথায় , তা জানান দিলেন অমরিন্দর সিং।

তৃণমূল ও প্রশান্ত কিশোর

তৃণমূল ও প্রশান্ত কিশোর

২০২১ সালের ভোটের আগে তৃণমূল কংগ্রেসে ভাঙনের অন্যতম কারণ হিসাবে বহু দলত্যাগী নেতাই প্রশান্ত কিশোরের দিকে আঙুল তুলেছেন। প্রশান্ত কিশোর দলের বিভিন্ন ব্যক্তিত্বকে সভা সমিতি আয়োজনের বিষয়েও নানা স্ট্র্যাটেজি বাতলে দিয়েছেন বলে জানা যায়। যা সেই সময় বহু তৃণমূল নেতার পছন্দ হয়নি। এদিকে, তারপর তৃণমূলে পর পর ভাঙন দেখা যায়। এই ঘটনার পর প্রশান্তকে ভোট স্ট্র্যাটেজিস্ট হিসাবে রেখেও তাঁর গণ্ডি জানান দিলেন অমরিন্দর।

প্রশান্ত ও পাঞ্জাব কংগ্রেস

প্রশান্ত ও পাঞ্জাব কংগ্রেস

পাঞ্জাবে ২০২২ বিধানসভা নির্বাচনের আগে প্রশান্ত কিশোর সম্পর্কে একের পর এক নিউজ রিপোর্ট প্রকাশ্যে আসে। একটি মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে যে , পাঞ্জাবের কংগ্রেসের মধ্যে কে কাদের বিধানসভার টিকিট দেওয়া হবে,তা নির্ধারণ করছেন প্রশান্ত কিশোর। আর এই নিয়েই মুখ খুলেছেন অমরিন্দর।

 অমরিন্দরের বড় বার্তা

অমরিন্দরের বড় বার্তা

প্রসঙ্গত, ওই মিডিয়া রিপোর্টের প্রেক্ষিতে অমরিন্দর সিং সাফ বলেন, 'প্রিন্সিপাল' অ্যাডভাইসার হিসাবে প্রশান্ত কিশোরের ভূমিকা নির্দিষ্ট করা আছে। তিনি কেবলই 'পরামর্শ' ই দেবেন। একথা জানান পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং।

অমরিন্দরের পরামর্শদাতা ও কিশোর ফ্যাক্টর

অমরিন্দরের পরামর্শদাতা ও কিশোর ফ্যাক্টর

তৃণমূলের প্রার্থী তালিকা নির্ধারণের নেপথ্যে প্রশান্ত ফ্যাক্টপ একটি বড় দিক বলে দাবি বহু রাজনৈতিক বিশেষজ্ঞের। এদিকে, পাঞ্জাব কংগ্রেসে টিকিট নির্ধারণের ক্ষেত্রে প্রশান্তের প্রভাব ঘিরে যাবতীয় তত্ত্ব উড়িয়ে দিয়েছেন অমরিন্দর সিং। প্রবীণ এই কংগ্রেস নেতা সাফ জানিয়েছেন, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রশান্তের হাতে নেই। তিনি কেবলই পরামর্শদাতা হিসাবে চুক্তিবদ্ধ রয়েছেন।

ধরনায় বসে কার্যত প্রচারেই সামিল মমতা, নির্বাচন কমিশনের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি সুজনের ধরনায় বসে কার্যত প্রচারেই সামিল মমতা, নির্বাচন কমিশনের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি সুজনের

English summary
Amrinder Singh on How Prashant Kishor operating in Punjab Congress
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X