For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুন্দরবনে পরিবহণে নয়াদিগন্ত, চালু দিবারাত্র অটো পরিষেবা

সুন্দরবনে পরিবহণে নয়াদিগন্ত, চালু দিবারাত্র অটো পরিষেবা

  • |
Google Oneindia Bengali News

বসিরহাট মহকুমার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের স্যান্ডেলেরবিল গ্রাম পঞ্চায়েতের নবীনগঞ্জে থেকে হাসনাবাদ পর্যন্ত প্রায় ২০কিলোমিটার রাস্তার জন্য ২৮টি গতিধারা প্রকল্পের অটো পেল বেকার যুবকরা। দিবা রাত্রি অটো পরিষেবা পাবে সুন্দরবনের প্রায় লক্ষাধিক মানুষ। পাশাপাশি বিশেষ তাৎপর্যপূর্ণ ১০২ নম্বর ডায়াল করলে প্রসূতি মহিলা ও অসুস্থ রোগীকে বিনামূল্যে হাসপাতালে পৌঁছে দেবে সুন্দরবনের এই পথ সাথী।

সুন্দরবনে পরিবহণে নয়াদিগন্ত, চালু দিবারাত্র অটো পরিষেবা

বেশিরভাগ সময় দেখা যায় সুন্দরবনে পরিবহণের দুরবস্থার জন্য অসুস্থ রোগীরা নানান সমস্যার সম্মুখীন হয়েছে। এমনকি রাস্তায় অনেকে মারাও গিয়েছেন। এদিন রাস্তায় চলার জন্য উপযুক্ত নথিপত্র সহ ২৮ জন যুবকের হাতে নতুন অটো তুলে দেওয়া হয়। হিঙ্গলগঞ্জের ডাঁসা নদীর ঘাট নবীনগঞ্জ থেকে হাসনাবাদ পর্যন্ত অটোরিকশা পরিষেবা পাবে বহু মানুষ। সহজে হসপিটাল থেকে শুরু করে স্কুল, কলেজ ও সরকারি দপ্তরে সহজে পৌঁছে যাবে। এমনকি ট্রেন স্টেশনও চলে আসবে হাতের নাগালে। সব মিলিয়ে এই নতুন রুট চালু হওয়ায় সুন্দরবনের প্রচুর মানুষ উপকৃত হবেন।

এই অটো রুটের শুভ সূচনা করেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল, সাণ্ডেলেরবিল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়নাল আবেদীন গাজী সহ বিশিষ্টজনেরা। বিধায়ক বলেন এই গতিধারা প্রকল্পের মাধ্যমে বহু যুবক অটো পাচ্ছেন। তাতে একদিকে তাদের জীবিকা নির্বাহ হচ্ছে অন্যদিকে রাস্তার উপর চলাচলের ফলে বাণিজ্য গড়ে উঠছে পাশাপাশি কর্মসংস্থান হচ্ছে। এই ২০কিলোমিটার জুড়ে ছোট ছোট দোকান গড়ে উঠছে।

English summary
all day long auto service started in sunderbans
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X