For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার সরকারের ঘুম ওড়াতে চলেছেন অধীর! একুশের ভোটের আগেই জারি 'সমন'

সারদা-নারদা অনেক হয়েছে। ফাঁপরে পড়েছে তৃণমূল কংগ্রেস। এবার কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী সামনে আনলেন আরও এক কেলেঙ্কারির অভিযোগ।

Google Oneindia Bengali News

সারদা-নারদা অনেক হয়েছে। ফাঁপরে পড়েছে তৃণমূল কংগ্রেস। এবার কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী সামনে আনলেন আরও এক কেলেঙ্কারির অভিযোগ। এবার মমতার সরকারের বিরুদ্ধে কেলেঙ্কারির অভিযোগ আনলেন অধীর চৌধুরী। অধীরের করা মামলার পরিপ্রেক্ষিতে ইডি ইতিমধ্যেই পদক্ষেপ করতে শুরু করেছে। স্বভাবতই চাপে তৃণমূল।

তৃণমূল বিরোধীদের হাতে অস্ত্র তুেল দিলেন অধীর

তৃণমূল বিরোধীদের হাতে অস্ত্র তুেল দিলেন অধীর

রাজ্য সরকারের বিরুদ্ধে মেট্রো ডেয়ারির শেয়ার হস্তান্তর মামলা ফের সামনে আনেন অধীর চৌধুরী। ইডি সেই মামলায় রাজ্যের অর্থসচিব হরেকৃষ্ণ দ্বিবেদীর বক্তব্য জানতে চেয়েছে। এই মেট্রো ডেয়ারি নিয়ন্ত্রক দুগ্ধ ফেডারেশন প্রাণী সম্পদ বিকাশ দফতরের অধীন। স্বভাবতই এই মামলা রাজ্য সরকারের বিরুদ্ধে এটা অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে তৃণমূল বিরোধীরা।

চার কর্তাকে ইডির তলব, জল্পনা তুঙ্গে

চার কর্তাকে ইডির তলব, জল্পনা তুঙ্গে

ইডি এই মামলায় রাজ্যের অর্থসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী, ভগবতী প্রসাদ গোপালিকা, রাজেশ সিংহ ও রাজীব কুমারকে ২২ জুন কলকাতা অফিসে হাজিরা দিতে বলেছে। এই চারজন ২০১৭ সালে থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রাণী সম্পদ বিকাশ দফতরে ছিলেন। এই চার কর্তাকে ইডি ডাকায় জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

২০২১-এর আগে রাজ্যের বিরুদ্ধে তদন্তে ইডি

২০২১-এর আগে রাজ্যের বিরুদ্ধে তদন্তে ইডি

কেন্দ্রের বিজেপি সরকার ২০২১-এর আগে রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাকে লেলিয়ে দেবে, এমনটা মনে করছিল রাজনৈতিক মহল। কিন্তু তার আগে যে কংগ্রেসের সাংসদ অধীর চৌধুরী সেই কাজ এগিয়ে রাখবে, তা বোঝা যায়নি। হঠাৎ করেই করোনা ও আম্ফান বিপর্যয়ের মধ্যেই রাজ্যের বিরুদ্ধে সাঁড়াশি আক্রমণ চালাতে চাইছে বিজেপি।

অধীর চৌধুরী মামলা করলেন

অধীর চৌধুরী মামলা করলেন

মেট্রো ডেয়ারির ৪৭ শতাংশ শেয়ার ছিল দুগ্ধ ফেডারেশনের। ৮৫ কোটি টাকায় তা বিক্রি করা হয় কেভেন্টার্সকে। কেভেন্টার্স আবার ১৫ শতাংশ শেয়ার ১৭০ কোটি টাকায় বিক্রি করে। যে দরে তা বিক্রি করা হয়েছে, রাজ্য বিক্রি করলে আরও বেশি টাকা পাওয়া যেত এই দাবিতেই অধীর চৌধুরী মামলা করেন।

English summary
Adhir Chowdhuri files a suit against Mamata Banerjee and ED calls four secretaries to take step.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X