For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আমন্ত্রণ জানিয়েছেন মমতা! 'কাজ পেতে' আর 'উন্নয়নের লক্ষ্যে' এবার কি গন্তব্য তৃণমূল, শ্রাবন্তীকে নিয়ে জল্পনা

আমন্ত্রণ জানিয়েছেন মমতা! 'কাজ পেতে' আর 'উন্নয়নের লক্ষ্যে' এবার কি গন্তব্য তৃণমূল, শ্রাবন্তীকে নিয়ে জল্পনা

  • |
Google Oneindia Bengali News

বাংলার উন্নয়নের জন্য বিজেপি (BJP) আন্তরিক নয়, এই অভিযোগ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় দল ছাড়ার কথা জানিয়েছেন গত বিধানসভা নির্বাচনে বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Shrabanti Chatterjee) । তবে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে আমন্ত্রণ জানানোয়, অভিনেত্রীর তৃণমূলে যোগ দেওয়া নিয়ে জল্পনা তীব্র হয়েছে। যদিও শ্রাবন্তী নিজে এখনও কোনও প্রতিক্রিয়া জানাননি।

উন্নয়নে আন্তরিক নয় বিজেপি

উন্নয়নে আন্তরিক নয় বিজেপি

এদিন সকালে টুইটে করে শ্রাবন্তী চট্টোপাধ্যায় জানিয়েছেন, তিনি বিজেপির সঙ্গে সবরকমের সম্পর্ক ছিন্ন করছেন। এই বিজেপির হয়েই তিনি গত বিধানসভায় লড়াই করেছিলেন বলে জানিয়েছেন শ্রাবন্তী। প্রসঙ্গ ভোটপর্ব শুরু হয়ে যাওয়ার পরে ১ মার্চ দিলীপ ঘোষ-কৈলাশ বিজয়বর্গীদের হাত থেকে পতাকা তুলে নিয়ে বিজেপি যোগ দিয়েছিলেন তিনি। বেহালা পশ্চিমের মতো গুরুত্বপূর্ণ আসনে প্রার্থী করা হয়েছিল তাঁকে। কিন্তু প্রায় ৫০ হাজারের বেশি ভোটে হেরে যান। তারপর থেকেই বিজেপির সঙ্গে তার দূরত্ব বাড়তে থাকে। তার সঙ্গে যুক্ত হয়েছিল তথাগত রায়ের মতো বিজেপি নেতার নগরী-নটী কটাক্ষ। এদিন অবশ্য শ্রাবন্তীর দলত্যাগের খবরে খুশি তথাগত রায় বলেছেন, বিজেপির ঘাড় থেকে ভূত নামল।

বিজেপি করলে টালিগঞ্জে কাজ পাওয়া যায় না

বিজেপি করলে টালিগঞ্জে কাজ পাওয়া যায় না

এদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের দলছাড়ার খবরের প্রেক্ষিতে বলেছেন, বিজেপি করলে টলিউডে কাজ পাওয়া যায় না। সেক্ষেত্রে তিনি কি ইঙ্গিত করলেন কাজ পেতেই শ্রাবন্তী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে চলেছেন, সেই প্রশ্নই উঠছে। পাশাপাশি আদৌ কি তাঁর কাজ পেতে সমস্যা হচ্ছিল, সুকান্ত মজুমদারের মন্তব্যের পরে সেই প্রশ্নও উঠছে।

 আমন্ত্রণ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী

আমন্ত্রণ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী

একদিকে নতুন যোগ দেওয়া বিজেপি নেতা-কর্মীদের মতোই ভোটের পর থেকে বিজেপির সঙ্গে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের দূরত্ব বেড়েছে। অন্যদিকে মুখ্যমন্ত্রীর কাছ থেকে বিজয় সম্মিলনীর অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণও পেয়েছিলেন শ্রাবন্তী। জানিয়েছিলেন ব্যক্তিগত ব্যস্ততায় উপস্থিত থাকতে পারবেন না। তবে সেই সময় জল্পনা ছড়ায় তিনি বিজেপি না ছেড়ে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে যেতে চান না। আর এদিন সকালে বিজেপি ত্যাগের সিদ্ধান্ত ঘোষণার পরে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে তাহলে কি অন্যদের মতোই এবার শ্রাবন্তীরও গন্তব্য তৃণমূল কংগ্রেস? কেননা ইতিমধ্যেই তিনি উন্নয়নের প্রশ্নে বিজেপির দিকে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন।

 সোশ্যাল মিডিয়া থেকে সরিয়েছেন বিজেপিতে যোগ দেওয়ার ছবি

সোশ্যাল মিডিয়া থেকে সরিয়েছেন বিজেপিতে যোগ দেওয়ার ছবি

এদিন শ্রাবন্তীর বিজেপি ত্যাগের সিদ্ধান্তের পরেই দেখা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় বিজেপি সঙ্গের ছবি উধাও। ফলে খুব তাড়াতাড়িই কি তিনি ঘাস ফুলের পতাকা হাতে তুলে নেন কিনা সেটাই দেখার। এঁদেরকে দলত্যাগে যে বিজেপি সমস্যায় পড়বে না, তা জানিয়ে বিজেপি মুখপাত্র শমিক ভট্টাচার্য আরও বলেছেন, স্বেচ্ছায় এসেছিলেন, চলেও গিয়েছেন স্বেচ্ছায়।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
As State BJP President say party's actor/actress are interrupted in getting jobs in Tollywood, Actress Shrabanti Chatterjee accounces disconnection with BJP increases speculation of joining TMC.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X