হাসপাতাল থেকেই ম্যাজিক! অনুব্রত গড়ে পঞ্চায়েত পুনর্দখল, শয়ে শয়ে কর্মী ফের তৃণমূলে
অসুস্থ বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এসএসকেএম হাসপাতালে ভর্তি। যদিও সেই হাসপাতাল থেকেই রাজনৈতিক ম্যাজিক। একদিকে যেমন হাতছাড়া হওয়া পঞ্চায়েত ফের দখলে এল, পাশাপাশি প্রায় ৮০০ কর্মী সমর্থকও যোগ দিলেন তৃণমূলে।

লোকসভা ভোটের ফল বেরনোর পর থেকে একের পর এক পুরসভা দখল করেছিল বিজেপি। গত কয়েকদিন তার মধ্যে কাঁচড়াপাড়া এবং হালিশহর পুনর্দখল করেছে তৃণমূল। সংখ্যাগরিষ্ঠের নিরিখে দক্ষিণ দিনাজপুর জেলাপরিষদও তাদের দখলেই বলে দাবি করেছে তৃণমূল। এবার হাতছাড়া হওয়া পঞ্চায়েতও ফেরানোর চেষ্টায় রাজ্যের শাসকদল। সেই কাজ চলছে অনুব্রত গড়ে।
[আরও পড়ুন:কাটমানি ইস্যুতে দলের নেতার বিরুদ্ধে ক্ষোভ একাংশের! চাঞ্চল্যকর দাবি তৃণমূলের]
ফিসচুলায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অনুব্রত মণ্ডল। অপারেশনের পর আপাতত সুস্থ। সূত্রের খবর অনুযায়ী তারই মধ্যে চলছে রাজনৈতিক ম্যাজিক। ৪ জুলাই তৃণমূলের হাতছাড়া হয়েছিল সিউড়ির কোমা পঞ্চায়েত। প্রধান এবং উপপ্রধানসহ সাতজন সদস্যের মধ্যে পাঁচজন যোগ দিয়েছিলেন বিজেপিতে। তাঁদে র হাতে পতাকা তুলে দিয়েছিলেন জেলা বিজেপি সভাপতি। কিন্তু দশ দিন না যেতেই তারা ফিরে গেলেন পুরনো দলে।
একইসঙ্গে বোলপুরের সিঙ্গি গ্রাম পঞ্চায়েতের প্রায় ৮০০ বিজেপি কর্মী সমর্থকও তৃণমূলে যোগ দিয়েছেন। স্থানীয় তৃণমূল সূত্রে খবর বিভিন্ন কারণে এই সব কর্মী সমর্থকরা বিজেপিতে গিয়েছিলেন। তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষের হাত ধরে সবাই তৃণমূলে ফিরে আসেন। তবে সব কিছুর পিছনে অনুব্রত মণ্ডলের কৌশলী চাল রয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ।
[আরও পড়ুন: বিরোধী দলের নেতাদের আর বিজেপিতে চান না দিলীপ ঘোষ, স্টান্স বদল বিজেপি রাজ্য সভাপতির ]