For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মতুয়াদের অপমান করছে বিজেপি! পঞ্চায়েত ভোটের সিএএ নিয়ে মাস্টারস্ট্রোক অভিষেকের

সিএএ তাসে বিজেপির কাছে মতুয়া ভোট হারাতে হয়েছিল তৃণমূলকে। তা ফিরে পাওয়ার লক্ষ্যে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় নেমে পড়লেন ট্র্যাকে।

  • |
Google Oneindia Bengali News

সিএএ তাসে বিজেপির কাছে মতুয়া ভোট হারাতে হয়েছিল তৃণমূলকে। তা ফিরে পাওয়ার লক্ষ্যে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় নেমে পড়লেন ট্র্যাকে। নদিয়ার রানাঘাটে মতুয়াগড়ে পা রেখেই হারানো মতুয়া ভোট ফিরে পাওয়ার লক্ষ্যে দিলেন মাস্টারস্ট্রোক।

মতুয়াদের অপমান করছে বিজেপি! মাস্টারস্ট্রোক অভিষেকের

সামনের বছরের শুরুতেই পঞ্চায়েত নির্বাচন রাজ্যে। তারপরই ২০২৪-এর লোকসভা নির্বাচন। জোড়া নির্বাচনের আগে মতুয়া ভোট ফিরে পেতে বদ্ধপরিকর তৃণমূল। মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল নেতাদের বার্তা দেওয়ার পাশাপাশি মতুয়া সম্প্রদায়ের কাছে করজোড়ে প্রার্থনা রেখেই ক্ষান্ত নন অভিষেক, বিজেপিকেও নিশানা করলেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, সিএএ-র কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে বিজেপি। ভুল বোঝানো হচ্ছে। ভোটব্যাঙ্ক ধরে রাখার জন্য অপমান করছেন মতুয়াদের। এবার নিশ্চয় মতুয়ারা বুঝবেন যে, বিজেপি সিএএ-র চাঁদ দেখিয়ে ভোট আদায় করছে। নাগরিকত্ব ইস্যুকে খাঁড়া করে বিজেপি মিথ্যাচার করছে।

অভিষেক বলেন, তিন বছর হয়ে হেল সংশোধিত নাগরিকত্ব আইনের রুল ফ্রেম করা গেল না। সিএএ-ই একমাত্র ভারতীয় আইন, ষেটা আইনসভায় পাস হওয়ার পর কার্যকর হয়নি। এতদিন যত আইন পাস হয়েছে একমাস থেকে দেড়মাসের মদ্য তা কার্যকর হয়েছে, কিন্তু সিএএ হয়নি। কেন হয়নি, তা জানার চেষ্টা করবেন না!

অভিষেক বলেন, এটা আসলে বিজেপির বোকা বানানোর হাতিয়ার। এভাবে। আকাশের চাঁদ ধরার মতো সিএএ না ফ্রেম করে ভোট আদায় করবে বিজেপি। মানুষকে ভুল বোঝাবে। মতুয়াদের অপমান করে যাবে দিনের পর দিন। অভিষেক বলেন, স্বাধীনতার ৭৫ বছর আপনি এ দেশে রয়েছেন। এতদিন পর যদি আপনাকে কেউই আইডেন্টি কার চায়, সেটা কি ভালো লাগবে। তাতে অপমানিত বোধ করবেন না!

অভিষেক বলেন, আমি মনে করি এই সিএএ সামনে খাঁড়া করে বিজেপি আপনাকে অপমান করছে। বিজেপি সরকার আপনাকে এমন এক অবস্থার সামনে দাঁড় করাচ্ছে, যেখানে আপনাকে প্রমাণ করতে হবে আপনি একজন নাগরিক। আপনার বাবা এখানে ৭০ বছর ধরে আছে। কাগজ দেখাতে বলবে, এই অপানের জবাব দেবেন না। এই বলে তিন অসমের কথা মনে করিয়ে দেন, যেখানে ১২ লক্ষ বাঙালির ডিটেনশন ক্যাম্পে ঠাঁই হয়েছিল।

অভিষেক বলেন, এটা অপমান। আপনার অপমান, আমার অপমান। এই অপমানের জবাব দিতে হবে। বিজেপি আপনার সঙ্গে প্রতারণা করছে, তাদের জবাব দিন আসন্ন নির্বাচনে। মনে রাখবেন ভারতবর্ষেক প্রধানমন্ত্রী যেমন নাগরিক, আপনিও নাগরিক। কারণ আপনার ভোটে তিনি নির্বাচিত। অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন ঠাকরনগরের ঠাকুরবাড়ি গিয়ে হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে প্রণাম সেরে রানাঘাটে সভা করতে গিয়ে জ্বালাময়ী ভাষণে মতুয়াদের মন জেতার চেষ্টা করলেন অভিষেক।

English summary
Abhishek Banerjee takes on BJP that they insult Matuas with CAA card.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X