For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাত্র ৫ সেকেন্ডের জন্য দরজা খুলতে চান অভিষেক, বিজেপি ভাঙার বার্তা শুভেন্দু-গড়ে

তৃণমূল দরজা খুললে বিজেপি সাফ হয়ে যাবে, পুরো দলটাই উঠে যাবে। এই হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়ে আসছেন আজ নতুন নয়। তাঁর কথায়, তৃণমূলের নেতা-কর্মীরা চাইছেন না বলেই আমরা গেট বন্ধ রেখেছি।

  • |
Google Oneindia Bengali News

তৃণমূল দরজা খুললে বিজেপি সাফ হয়ে যাবে, পুরো দলটাই উঠে যাবে। এই হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়ে আসছেন আজ নতুন নয়। তাঁর কথায়, তৃণমূলের নেতা-কর্মীরা চাইছেন না বলেই আমরা গেট বন্ধ রেখেছি। কিন্তু যেদিন খুলব, সেদিন বিজেপির নেতারা সব ঢুকে যাবে তৃণমূলে। শুভেন্দু-গড়ে দাঁড়িয়ে এবার সেই দরজা খোলার বার্তা দিলেন অভিষেক।

মাত্র ৫ সেকেন্ডের জন্য দরজা খুলতে চান অভিষেক

শুভেন্দু অধিকারীর বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে শনিবার কাঁথিতে সভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সভার আগেই নন্দীগ্রাম বিজেপিতে ভাঙন ধরিয়েছে বিজেপি! অভিষেকের মঞ্চে এসে বিজেপির কিষাণ সেলের সভাপতি সবুজ প্রধান যোগ দিয়েছেন তৃণমূলে। তবে অভিষেক যে দরজা খোলার বার্তা দিলেন, তা বড় নেতাদের জন্য।

সম্প্রতি তৃণমূলের বিধায়কদের যোগাযোগ রাখার কথা বলে ভাঙন জুজু দেখিয়েছিল বিজেপি। মিঠুন চক্রবর্তী জানিয়েছিলেন তৃণমূলের ২১ জন বিধায়ক তাঁর সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছেন। আবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিধায়ক অগ্নিমি্ত্রা পালের কণ্ঠে শোনা গিয়েছে, সেই সংখ্যাটা ৩০-৪০ হতে পারে। এবার বিজেপির দিকে সেই তিন ছুড়লেন অভিষেক।

কাঁথির সভা থেকে অভিষেক এদিন জনতার উদ্দেশে বলেন, আপনারা যদি অনুমতি দেন তবে গেটটা একটু খুলে দিই। আমার ইচ্ছা একটুব অন্তত খোলার। সম্পূর্ণ খুলব না একটু খুলব। পাঁচ সেকেন্ডের জন্য। অভিষেকের কথায়, এই পাঁচ সেকেন্ডেই বিজেপির তাবড় নেতারা ঢুকে পড়বেন তৃণমূলে। তাঁদের প্রায়শ্চিত্ত করে দলের কাজে লাগানো হবে। তবে তাঁরা যাতে তৃণমূলের কর্মীদের উপর ছড়ি ঘোরাতে না পারেন, তা অবশ্যই দেখা হবে।

অভিষেকের এই বার্তার পর সমবেত কণ্ঠে আওয়াজ ওঠে, তবে খানিকটা সময়ের জন্য দরজা খুলুন। অভিষেক জানিয়ে দেন, তাহলে দরজা খুলবে তৃণমূল। এই ডিসেম্বরেই দরজা খোলা হবে। অর্থাৎ ডিসেম্বরেই বিজেপির কয়েকজন নেতাকে তৃণমূলে যোগদান করানো হবে বলে পূর্বাভাস দিয়ে রাখেলন অভিষেক। তাতে সম্মত হলেন তৃণমূলী জনতাও।

কুণাল ঘোষ এদিন যোগদানের পর বলেন, অনেকেই যোগাযোগ রাখছেন আমাদের সঙ্গে। দলের পুরনো কর্মীরা যেমন আছেন। তেমন অনেক নতুনরাও আছেন, অনেক নেতা বিজেপি থেকেও আসছেন। এদিন কাঁথিতে অভিষেকের সভা শুরুর আগে নন্দীগ্রামে বিজেপি শিবিরকে বড়সড় ধাক্কা দিল তৃণমূল। এর আগে জয়দেব দাস-সহ ৩৩ জন দলত্যাগী বিজেপি নেতা-কর্মী তৃণমূলে যোগদান করেন। এর ফলে পঞ্চায়েতের আগে নন্দীগ্রামের তৃণমূলের রাজনৈতিক শক্তি অনেকটাই বৃদ্ধি পেল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

English summary
Abhishek Banerjee gives broken message to BJP and wants permission to open get of TMC.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X