For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাঁচ গোলে বিদায়ঘণ্টা বেজে গেল বিজেপির, এবার প্রার্থী খুঁজতে হবে বিজ্ঞাপন দিয়ে

‘এ রাজ্যে দুই গোল খেয়েছে, আর রাজস্থানে তিন গোল। পাঁচ গোল খেয়ে বিধ্বস্ত বিজেপির এবার বিদায়ঘণ্টা বেজে গেল। আর প্রার্থীই খুঁজে পাবে না বিজেপি।’

  • |
Google Oneindia Bengali News

দুই উপনির্বাচনে গোহারা হওয়ার পর রাজ্যে প্রার্থী খুঁজতে বিজ্ঞাপন দিতে হবে বিজেপিকে। শুক্রবার হাওড়ার ডুমুরজলায় ছাত্র-যুব সম্মেলন থেকে বিরোধী বিজেপিকে নিশান করে তীব্র শ্লেষ দাগলেন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'এ রাজ্যে দুই গোল খেয়েছে, আর রাজস্থানে তিন গোল। পাঁচ গোল খেয়ে বিধ্বস্ত বিজেপির এবার বিদায়ঘণ্টা বেজে গেল। আর প্রার্থীই খুঁজে পাবে না বিজেপি।'

পাঁচ গোলে বিদায়ঘণ্টা বেজে গেল বিজেপির, এবার প্রার্থী খুঁজতে হবে বিজ্ঞাপন দিয়ে

[আরও পড়ুন:কলকাতার থেকেও উচ্চাসনে সোনারপুর! স্পোর্টস কার্নিভালে ফিরদৌসীদের ভূয়সী প্রশংসায় মদন][আরও পড়ুন:কলকাতার থেকেও উচ্চাসনে সোনারপুর! স্পোর্টস কার্নিভালে ফিরদৌসীদের ভূয়সী প্রশংসায় মদন]

এদিন অভিষেক বলেন, 'মানুষ বিরোধীদের সঙ্গে নেই। আর মানুষ যদি বিরোধীদের সঙ্গে না থাকে, তাঁদের ভোট না দেয়, তবে তার দায় কি তৃণমূলের। বিরোধীরা এখন এজেন্টও খুঁজে পাচ্ছে না। তা তোমরা যদি এজেন্ট না খুঁজে না পাও, আমরা কী করতে পারি', প্রশ্ন তুললেন অভিষেক। বললেন, 'আমাদের লোক তো আর তোমাদের এজেন্ট হয়ে বসতে পারে না।'

অভিষেক এদিন দাবি করেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। আর বিরোধীরা শুধু কুৎসা ও অপপ্রচার করে বেড়াচ্ছে।। বিরোধীরা যত বিরোধিতা করবে, ততই ওরা মুখ থুবড়ে পড়বে।' এদিনও তিনি দলের প্রাক্তন চাণক্য মুকুল রায়কে নিশানা করে আক্রমণ শানিয়েছেন।

অভিষেকের বাণ, 'তৃণমূল যাদের বর্জন করেছে, বিজেপি তাঁদেরই গ্রহণ করছে। তিনি আবার আমাদের প্রাক্তন বিধায়কের নামই তাঁদের দলের প্রার্থী হিসেবে ঘোষণা করে দিয়েছেন। আসলে নিজেরা তো প্রার্থী খুঁজে পাচ্ছে না। সেই কারণেই আমাদের দলের লোক ধরে টানাটানি। আর মঞ্জুদেবী সব ফাঁস করে দিতেই মুখোশ খুলে গিয়েছে। মুখ পুড়েছে বিজেপির। এই তো ওঁদের হাল।'

[আরও পড়ুন: কংগ্রেস-সিপিএম 'মেড ফর ইচ আদার', কড়া নিশানায় মান্নানকে দিল্লি দেখালেন মমতা][আরও পড়ুন: কংগ্রেস-সিপিএম 'মেড ফর ইচ আদার', কড়া নিশানায় মান্নানকে দিল্লি দেখালেন মমতা]

English summary
Abhishek Banerjee criticizes BJP over defeat in by election. BJP lost the election of West Bengal and Rajasthan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X