For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইন্দ্রনীল সেনের বাড়ির সামনে বোমাবাজির রাত পেরোতেই ধরপাকড় শুরু! পুলিশের জালে একাধিক

  • |
Google Oneindia Bengali News

বুধবার তখন রাত ৮ টা। সেই সময় বাড়িতে ছিলেন না কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ইন্দ্রনীল সেন। সেই সময়ই তাঁর বাড়ির সামনে তুমুল বোমাবাজি শুরু হয়। ঘটনায় মুহূর্তে ছড়ায় চাঞ্চল্য। এরপর রাত পার হতেই পুলিশ নামে তদন্তে।

 রেয়াত নয়, জোরদার ধরপাকড়!

রেয়াত নয়, জোরদার ধরপাকড়!

মন্ত্রীর বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় অভিযোদ পাওয়ার পরই কসবায় একাধিক জায়গায় খরপাকড় চালাতে শুরু করেছে পুলিশ। চলছে সিসিটিভি ফুটেজ দেখার কাজ। ইতিমধ্যেই স্থানীয়জের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

'কাপুরুষের মতো কাজ'

'কাপুরুষের মতো কাজ'

ইন্দ্রনীল সেন জানান, যে সময় ঘটনা ঘটেছে সেই সময় তিনি ছিলেন না বাড়িতে। নিজের কেন্দ্র চন্দননগরে ছিলেন সেই সময়ে। ফেরার পথে ঘটনার কথা জানতে পেরে মন্ত্রী এই ঘটনাকে 'কাপুরুষোচিত কাজ' বলে মন্তব্য করেন।

 গ্রেফতার ৬

গ্রেফতার ৬

এদিকে, বিভিন্ন সূত্র ধরে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হল গৌতম মণ্ডল, অশোক বৈদ্য, সোনু সাউ, রাহুল রায়।, ভোলা পাসোয়ান।

 কেন হামলা?

কেন হামলা?

পুলিশ এই মুহূর্তে খতিয়ে দেখছে যে কেন এই হামলা ইন্দ্রনীল রায়ের বাড়িতে চালানো হয়েছে। এই ধৃত যুবকদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

English summary
6 arrested in case of chaos in front of TMC Minister Indranil sen's home
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X