For Quick Alerts
For Daily Alerts
পাঁচ লক্ষ টাকার জালনোট সহ গ্রেফতার ৩
পাঁচ লক্ষ টাকার জাল নোট সহ তিন আন্তঃরাজ্য জালনোট পাচারকারীকে গ্রেফতার করল কলকাতা পুলিশের এসটিএফেরও গোয়েন্দারা।

লালবাজার সূত্রের খবর, গতকাল ময়দান থানা এলাকার মেয়ো রোড থেকে জাল নোট গুলো উদ্ধার করা হয়েছে। ধৃত তিন জালনোট পাচারকারী বর্তমানে মুম্বাইয়ের বাসিন্দা। মোহাম্মদ শাহেদ, মহম্মদ সেলিম শেখ, ও অনজর শেখকে জেরা করে কলকাতা পুলিশ গোয়েন্দা শাখা জানতে পেরেছে এই তিন পাচারকারী মুম্বাইয়ের অস্থায়ী বাসিন্দা বলে জানতে পেরেছে গোয়েন্দারা। আদতে তিনজনই বিহারের বাসিন্দা।

অমিত শাহের সভা নিয়ে রাজ্য বিজেপির প্রস্তুতি বৈঠক
ধৃতদের কাছ থেকে ১০০টি ২ হাজার টাকার নোট ও ৬০০টি ৫০০ টাকার নোট উদ্ধার করেছে পুলিশ। কোথায় কোথায় তারা এই জাল নোট পাচার করত। এবং কোন পথে তারা এই জাল নোট পাচার করত তা খতিয়ে দেখছেন এসটিএফের গোয়েন্দারা।