For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৩ জন শহিদের জন্য ১০০৩ জনের রক্ত উৎসর্গ বসিরহাটে

১৩ জন শহিদের জন্য ১০০৩ জনের রক্ত উৎসর্গ বসিরহাটে

  • By অভীক
  • |
Google Oneindia Bengali News

বসিরহাট মহকুমার হাড়োয়া ব্লকের খাসবালান্দা গ্রাম পঞ্চায়েতের বাসাবাটি গ্রামে তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসে রক্তদানের আয়োজন হলো। একুশে জুলাই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লকডাউনের জন্য ভার্চুয়াল সভার আয়োজনের নির্দেশ দিয়েছেন। তাই রাজ্যজুড়ে ব্লকে ব্লকে, বুথে বুথে নেতা-কর্মী-সমর্থকদের দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিভিন্ন সামাজিক কাজ করার নির্দেশ দিয়েছেন।

১৩ জন শহিদের জন্য ১০০৩ জনের রক্ত উৎসর্গ বসিরহাটে

এক দিকে যেমন খরচ বাঁচিয়ে কেউ ত্রাণ বিলি করছেন আবার কেউ করোনা সতর্কতার বার্তা নিয়ে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ এবং আম্ফানের দুর্গতদের পাশে দাঁড়িয়ে সবরকম সাহায্য করছেন। সেরকমই এক অভিনব কর্মসূচি নিয়েছেন হাড়োয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি নুরুল ইসলামের উদ্যোগে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে '৯৩ এর ১৩ জন শহীদের জন্য হাজার তেরো জন মহিলা, পুরুষ, যুবক-যুবতী গ্রামবাসীরা রক্তদানের মধ্য দিয়ে তাদের উদ্দেশ্যে রক্ত উৎসর্গ করে শহীদদের স্মরণ করলেন।

এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাড়োয়ার বিধায়ক হাজী নুরুল ইসলাম, তৃণমূল কংগ্রেসের হাড়োয়া ব্লক সভাপতি সফিক আহমেদ, তৃণমূল নেতা হাফিজ আহমেদ, খাসবালান্দা গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান রাজ্জাক আলী মোল্লা, খাসবালান্দা তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সিরাজ গাজী সহ এলাকার শিক্ষক শিক্ষিকা থেকে বুদ্ধিজীবীরা শহীদদের স্মরণে এই রক্তদান অংশগ্রহণ করেছিলেন।

 বিজেপিকে ভোট দিলে কী হয় দেখে আসুন ভাটপাড়ায়! ২১-এর বার্তা মমতার বিজেপিকে ভোট দিলে কী হয় দেখে আসুন ভাটপাড়ায়! ২১-এর বার্তা মমতার

English summary
1003 TMC worker blood donetion on the 21 July celibration
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X