For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উইম্বলডনে কি কোর্টে ফিরছেন রজার ফেডেরার? কোন তারকাদের নাম নেই তালিকায়?

Google Oneindia Bengali News

উইম্বলডনেও কোর্টে নামতে পারছেন না রজার ফেডেরার। অল ইংল্যান্ড ক্লাবে যে গ্র্যান্ড স্ল্যামের আসর বসছে তাতে কারা অংশ নিতে চলেছেন, সেই তালিকায় গতকালই প্রকাশ করা হয়েছে। মহিলাদের সিঙ্গলসে নাম রয়েছে নাওমি ওসাকার। উল্লেখযোগ্য তারকাদের মধ্যে ফেডেরার ছাড়াও নাম নেই উইলিয়ামস বোনেদের।

 উইম্বলডনে কি কোর্টে ফিরছেন রজার ফেডেরার? কোন তারকাদের নাম নেই তালিকায়?

গত বছর উইম্বলডনে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিলেন ফেডেরার। গত বছর তাঁর হাঁটুতে অস্ত্রোপচার হয়। গত মার্চেই অবশ্য ফেডেরারের কোচ জানিয়েছিলেন, এবারের উইম্বলডনে তিনি অনিশ্চিত। সেই কথাই সত্যি হলো। ফরাসি ওপেনের পর উইম্বলডনেও নেই বছর চল্লিশের ফেডেরার। ২০০৩ থেকে ২০০৭, ২০১৯, ২০১২ ও ২০১৭ সালে ফেডেরার উইম্বলডন খেতাব জেতেন। এ ছাড়া ৬ বার অস্ট্রেলিয়ান ওপেন, পাঁচবার ইউএস ওপেন ও একবার ফরাসি ওপেনে চ্যাম্পিয়ন হয়েছেন। উইম্বলডনে ফেডেরার ১০৫টি ম্যাচ জিতেছেন, পরাজয় ১৪টিতে। ২০০৮ ও ২০১৯ সালে তিনি ফাইনালিস্ট।রাশিয়ার কেউ যেহেতু অংশ নিতে পারবেন না সে কারণে অংশগ্রহণকারীদের তালিকায় নাম নেই দানিল মেদভেদেভের।

২৭ জুন থেকে ১০ জুলাই অবধি উইম্বলডন চলবে। ওয়াইল্ড কার্ডের ঘোষণা এখনও করা হয়নি। বিশ্ব টেনিসের নিয়ামক সংস্থা উইম্বলডনের র‌্যাঙ্কিং পয়েন্টকে এবার অগ্রাহ্য করার সিদ্ধান্ত নেওয়ায় অনেক তারকাই এই ঐতিহ্যশালী গ্র্যান্ড স্ল্যামে খেলার বিষয়ে মনস্থির করতে পারছেন না। নাওমি ওসাকাও গত মাসে জানিয়েছিলেন, র‌্যাঙ্কিং পয়েন্টের বিষয়টিই এবার এই টুর্নামেন্টে অংশ নেওয়ার বিষয়ে মোটিভেট করছে না। তাই তিনি আদৌ নামবেন কিনা তা নিয়ে তিনি ১০০ শতাংশ নিশ্চিত নন। যদিও দেখা যাচ্ছে, সিঙ্গলসে অংশগ্রহণকারীদের তালিকায় রয়েছে ওসাকার নাম।

রাশিয়া ইউক্রেনে যুদ্ধ চালানোয় এবারের উইম্বলডনে রাশিয়া ও বেলারুসের কোনও টেনিস খেলোয়াড় অংশ নিতে পারবেন না। সে কারণেই এর র‌্যাঙ্কিং পয়েন্ট গ্রাহ্য হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে পুরুষ টেনিসের নিয়ামক সংস্থা এটিপি ও মহিলাদের টেনিসের নিয়ামক সংস্থা ডব্লুটিএ। ব্যক্তিগত কারণ দেখিয়ে ওসাকা গত বছর উইম্বলডন থেকে সরে দাঁড়িয়েছিলেন। উইম্বলডনে সাতবারের সিঙ্গলস চ্যাম্পিয়ন সেরেনা ও পাঁচবারের সিঙ্গলস চ্যাম্পিয়ন ভেনাস কেন এবার উইম্বলডনে অংশ নিচ্ছেন না সেটা স্পষ্ট নয়। গত বছর উইম্বলডনে প্রথম রাউন্ডের ম্যাচ চলাকালীন সেরেনা চোট পেয়ে সরে দাঁড়িয়েছিলেন। তারপর থেকে কোর্টে দেখা যায়নি বছর চল্লিশের সেরেনাকে। গত বছরের অগাস্টে শিকাগোয় ডব্লুটিএ ২৫০ ইভেন্টে নেমেছিলেন ভেনাস। তারপর থেকে তিনিও কোনও প্রতিযোগিতায় অংশ নেননি।

English summary
Naomi Osaka's Name Appeared On The Singles Entry List For Wimbledon. But Roger Federer And The Williams Sisters Were Not Included.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X