For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে জিনদানসেক-পাভলিউচেনকোভা, হার আজারেঙ্কার

ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে জিনদানসেক-পাভলিউচেনকোভা, হার আজারেঙ্কার

  • |
Google Oneindia Bengali News

ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছালেন স্লোভানিয়ার তামারা জিনদানসেক। ১০ বছর পর প্রতিযোগিতার শেষ আটের লড়াইয়ে জায়গা করে নিয়েছেন রাশিয়ার আনাসতাসিয়া পাভলিউচেনকোভা। চতুর্থ রাউন্ডেই হারের মুখ দেখতে হয়েছে ভিক্টোরিয়া আজারেঙ্কাকে।

ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে জিনদানসেক-পাভলিউচেনকোভা, হার আজারেঙ্কার

ফরাসি ওপেনের চতুর্থ রাউন্ডের ম্যাচে রোমানিয়ার সোরানা ক্রিস্টির বিরুদ্ধে খেলতে নেমেছিলেন স্লোভানিয়ার তামারা জিনদানসেক। ম্যাচ জিততে খুব একটা বেগ পেতে হয়নি তামারাকে। ম্যাচের প্রথম সেটে দুই খেলোয়াড়ের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। ওই মোকাবিলা ৭-৬(৭-৪) ফলাফলে জিতে যান রোমানিয়ার মহিলা টেনিস তারকা। দ্বিতীয় সেটে সহজ জয় হাসিল করেন জিনদানসেক। ৬-১ ফলাফলে ওই মোকাবিলা জিতে তিনি ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছে যান।

২০১১ সালের পর আবারও ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছালেন আনাসতাসিয়া পাভলিউচেনকোভা। প্রতিযোগিতার ১৫তম বাছাই বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কার বিরুদ্ধে চতুর্থ রাউন্ডের ম্যাচ খেলতে নেমেছিলেন ওই রাশিয়ান। তিন সেটে ম্যাচের ফলাফল নির্ধারিত হয়। প্রথম সেট ৭-৫ ফলাফলে জিতে যান আজারেঙ্কা। দ্বিতীয় সেটেই দুর্দান্ত প্রত্যাবর্তন হয় পাভলিউচেনকোভার। ওই মোকাবিলা ৬-৩ গেমের ব্যবধানে জেতেন টুর্নামেন্টের মহিলা বিভাগের ৩১ নম্বর বাছাই। তৃতীয় সেটও ৬-২ গেমে জেতেন আনাসতাসিয়া পাভলিউচেনকোভা।

ইংল্যান্ড সফরে খেলার সুযোগ না পেয়ে হতাশ ভারতীয় স্পিনার, ফিরে আসতে মরিয়াইংল্যান্ড সফরে খেলার সুযোগ না পেয়ে হতাশ ভারতীয় স্পিনার, ফিরে আসতে মরিয়া

ফরাসি ওপেনের চতুর্থ রাউন্ডের অন্য ম্যাচে চেকের মারকেটা ভনদ্রৌসোভার বিরুদ্ধে খেলতে নেমেছিলেন স্পেনের পাউলা বাদোসা। ৬-৪ গেমে প্রথম সেট জেতেন স্পেনের তারকা। দ্বিতীয় সেট ৬-৩ গেমে জেতেন চেকের তারকা। তৃতীয় সেট ৬-২ গেমে জেতেন স্পেনের পাউলা বাদোসা।

English summary
Tamara Zindansek, Anastasia Pavlyuchenkova entered into the quarter final of French Open
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X