For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Roger Federer: রজার ফেডেরার বাধাপ্রাপ্ত হলেন উইম্বলডনে প্রবেশে! আজব অভিজ্ঞতার কারণ জানলে অবাকই হবেন

Google Oneindia Bengali News

রজার ফেডেরার গত সেপ্টেম্বরেই প্রতিযোগিতামূলক টেনিস থেকে অবসর ঘোষণা করেছেন। সপ্তাহ দুয়েক আগে তিনি গিয়েছিলেন লন্ডনে। ২০টি গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গলস চ্যাম্পিয়ন ফেডেরারের উইম্বলডনে কিছুক্ষণ সময় কাটানোর পরিকল্পনা ছিল। সেখানেই ঘটল অবাক করার মতো ঘটনা।

ফেডেরার উইম্বলডনে গিয়ে আজব অভিজ্ঞতার সাক্ষী

অল ইংল্যান্ড ক্লাবে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছে তা ডেইলি শো-র সঞ্চালক ট্রেভর নোয়াকে সবিস্তারে জানিয়েছেন ফেডেরার। তিনি বলেন, লন্ডনে চিকিৎসককে দেখানোর পর ঘড়ির দিকে তাকাই। দু ঘণ্টা সময় কাটানো দরকার ছিল। তাই ভেবেছিলাম উইম্বলডনে গিয়ে চা খেয়ে আসি। উইম্বলডনে খেলা হচ্ছে না, এমন কোনও সময়ে আগে যাইনি। গাড়ি নিয়ে উইম্বলডনের যে গেট দিয়ে অতিথিরা প্রবেশ করেন সেখানে পৌঁছই। গাড়ি থেকে নেমে আমার সঙ্গে থাকা কোচকে বলি আমি নিরাপত্তারক্ষীর সঙ্গে কথা বলে আসছি।

ফেডেরার গিয়ে কথা বলেন নিরাপত্তারক্ষীর সঙ্গে। নিয়ম মেনেই নিরাপত্তারক্ষী দেখতে চান মেম্বারশিপ কার্ড। উইম্বলডন-জয়ী সকলকেই মেম্বারশিপ কার্ড প্রদান করা হয়। ফেডেরারের কাছে এমন কার্ড কয়েকটি থাকলেও সেই মুহূর্তে একটিও ছিল না। ফেডেরার সাক্ষাৎকারে জানিয়েছেন, আমি মেম্বারশিপ কার্ডের বিষয়ে কিছু জানতাম না। হয়তো বাড়িতে সেগুলি রয়েছে। আমি লন্ডনে গিয়েছিলাম কাজে, ফলে এই সম্পর্কে ধারণাও ছিল না। ফেডেরার তখন নিরাপত্তারক্ষীকে সে কথা জানিয়ে বলেন, আমার কাছে মেম্বারশিপ কার্ড নেই। কিন্তু আমি এখানকার সদস্য। আমি শুধু জানতে চাই কোথা দিয়ে প্রবেশ করতে হবে? তা শুনে মহিলা নিরাপত্তারক্ষী বলেন, আপনি এখানকার সদস্য হলে তবেই ভিতরে যেতে পারবেন।

এতেই স্পষ্ট হয়ে যায় ওই মহিলা নিরাপত্তারক্ষী চিনতেই পারেননি সুইস কিংবদন্তিকে। ফেডেরার জানিয়েছেন, আমি ওই নিরাপত্তারক্ষীকে বলি, আমি এই টুর্নামেন্ট আটবার জিতেছি। অনুগ্রহ করে আমাকে বিশ্বাস করুন যে, আমি এখানকার সদস্য। কোথা দিয়ে ভিতরে ঢুকতে পারব? যদিও তাতেও কাজ হয়নি। এরপর অন্য একটি গেট দিয়ে প্রবেশের চেষ্টা করেন ফেডেরার ও তাঁর কোচ। সেখানে একজন ফ্যান ফেডেরারকে দেখেই চিনতে পারেন। সেখানকার নিরাপত্তারক্ষীও ফেডেরারকে চিনতে পেরে ভিতরে প্রবেশের বন্দোবস্ত করে দেন। ফেডেরারের কাছে সেখানেও কার্ড দেখতে চান নিরাপত্তারক্ষী। ফেডেরার তখন বলেন, এটা ছাড়া কি ভিতরে ঢোকা যাবে না? তখন নিরাপত্তারক্ষী বলেন, অবশ্যই পারবেন। সেই ব্যবস্থা করে দিচ্ছি। এরপর ক্লাব চেয়ারম্যানের সঙ্গে চা-সহযোগে ঘণ্টাখানেক আলাপচারিতা সারেন ফেডেরার। উইম্বলডনের ট্রফির কাছ থেকেও ঘুরে আসেন। যে গেট দিয়ে প্রবেশ করতে পারেননি সেদিকে গিয়ে হাত নেড়ে ভিতরে প্রবেশ করতে পারার বার্তা দেওয়ার কথা মাথায় এসেছিল। যদিও সেটা আর করেননি।

FIFA World Cup 2022: আর্জেন্তিনার রেফারি নিয়ে ফিফার সমালোচনায় পেপে, ব্রুনো! রোনাল্ডো নিয়ে সরব সান্তোসFIFA World Cup 2022: আর্জেন্তিনার রেফারি নিয়ে ফিফার সমালোচনায় পেপে, ব্রুনো! রোনাল্ডো নিয়ে সরব সান্তোস

English summary
Roger Federer Was Denied Entry To Wimbledon Because He Was Unable To Produce Membership Card. Federer Officially Announced His Retirement From Competitive Tennis In September.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X