For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টোকিও অলিম্পিক্স থেকে ছিটকে গেলেন রিও-তে সোনাজয়ী টেনিস তারকা মণিকা

Google Oneindia Bengali News

পুয়ের্তো রিকো অলিম্পিক্সে প্রথম সোনা জিতেছিল মণিকা পুইগের হাত ধরেই। ২০১৬ সালের অলিম্পিক্সের টেনিসে সোনা জিতেছিলেন মণিকা। ২৭ বছরের সেই টেনিস তারকা অবশ্য ছিটকে গেলেন টোকিও অলিম্পিক্স থেকে।

সোনাজয়ী মণিকা নেই

সোনাজয়ী মণিকা নেই

২০১৬ সালের সেপ্টেম্বরে মহিলাদের সিঙ্গলসে কেরিয়ারের সেরা ব্যৃাঙ্কিং ২৭-এ পৌঁছেছিলেন মণিকা পুইগ। পরে নামতে নামতে এখন তিনি বিশ্ব ক্রমতালিকায় রয়েছেন ১৬৮ নম্বরে। অ্যাঞ্জেলিক কেরবারকে ৬-৪, ৪-৬, ৬-১ সেটে হারিয়ে রিও অলিম্পিক্সে সোনা জিতেছিলেন মণিকা। গত বছরের অক্টোবরে ফরাসি ওপেনে তিনি ছিটকে যান প্রথম রাউন্ডেই। তার আগে সেপ্টেম্বরে ইউ এস ওপেনের প্রথম রাউন্ড থেকেই তাঁকে বিদায় নিতে হয়েছিল। রোলাঁ গারোয় হারার পর থেকে আর কোর্টে দেখা যায়নি মণিকাকে।

চোট ও অস্ত্রোপচার

চোট ও অস্ত্রোপচার

২০১৯ সালের ডিসেম্বরে তাঁর ডান কনুইয়ে অপারেশন হয়েছিল। সম্প্রতি ডান কাঁধে অস্ত্রোপচার হওয়ায় তিনি টোকিও অলিম্পিক্সে নামতে পারবেন না। ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে এ কথা জানিয়েছেন তিনি। মণিকার দাবি, নিজের কেরিয়ারকে দীর্ঘায়িত করতেই অপারেশনের সিদ্ধান্ত। ২০২৪ সালের প্যারিস অলিম্পিক্সে তিনি নামতে চান। টেনিস কোর্টে ১০ মিনিট কাটালেই অসম্ভব যন্ত্রণা হচ্ছিল। যা কোর্টে ফেরার পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করছিল।

গোটা মরশুমই বাইরে

গোটা মরশুমই বাইরে

অলিম্পিক্সে সোনা জিতলেও গ্র্যান্ড স্ল্যামে অবশ্য মণিকা পুইগের পারফরম্যান্স উল্লেখযোগ্য কিছু নয়। ২০১৩ সালে তিনি উইম্বলডনের চতুর্থ রাউন্ড অবধি পৌঁছেছিলেন। তাছাড়া ২৭টি গ্র্যান্ড স্ল্যাম ম্যাচের মধ্যে আর তৃতীয় রাউন্ডের গণ্ডি টপকাতে পারেননি। অস্ত্রোপচারের পর রিহ্যাব কয়েক সপ্তাহ পরেই শুরু হবে। তবে এই মরশুমে আর কোনও ইভেন্টে নামতে পারবেন না তিনি।

টোকিও তারকাহীন?

টোকিও তারকাহীন?

করোনা আবহে টোকিও অলিম্পিক্সে টেনিস তারকাদের অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা থাকছেই। ২৩ জুলাই থেকে অলিম্পিক্স শুরু। তবে অনেক তারকাই ঠিক করে উঠতে পারেননি, করোনা পরিস্থিতিতে টোকিও যাওয়া ঠিক হবে কিনা। বিশ্বের দুই নম্বর তারকা নাওমি ওসাকাও নিজের দেশে অলিম্পিক্সে অংশ নেবেন কিনা সে ব্যাপারে ধোঁয়াশা তৈরি হয়েছে। চারটি গ্র্যান্ড স্ল্যাম খেতাবজয়ী ২৩ বছরের ওসাকা ফরাসি ওপেনে সাংবাদিক বৈঠক না করার সিদ্ধান্তে অনড় থাকায় তাঁকে ১৫ হাজার মার্কিন ডলার জরিমানা ধার্য করা হয় আয়োজকদের তরফে। এমনকী বহিষ্কারের হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল। এরপরই ফরাসি ওপেন থেকে সরে দাঁড়ান তিনি। গত শনিবার ওসাকা জানিয়েছিলেন উৎকণ্ঠা ও অবসাদের সঙ্গে তাঁর লড়াই চলছে। এ সময় তাঁর পাশে থাকার জন্য ভক্তদের ইনস্টাগ্রাম মারফত ধন্যবাদও জানিয়েছিলেন ওসাকা। তারপরই বার্লিনের গ্রাসকোর্ট ইভেন্ট থেকে সরে দাঁড়িয়ে সাময়িক বিরতি নেওয়ার সিদ্ধান্ত। কবে কোর্টে নামবেন তা স্পষ্ট নয়।

English summary
Reigning Olympic Tennis Gold Medalist Monica Puig Will Miss Tokyo Games After Having Surgery. Puig Became The First Athlete Representing Puerto Rico To Win Olympic Gold in 2016 Rio Olympics.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X