For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অবাক হারের মুখে নাদাল, ক্লে কোর্টের রাজা ছিটকে গেলেন মাদ্রিদ ওপেন থেকে

Google Oneindia Bengali News

ক্লে কোর্টের রাজা। কয়েক ঘণ্টা আগেই জিতেছিলেন লরিয়াঁসের বিচারে সেরার পুরস্কার। যদিও রাফায়েল নাদালের সেই সুখের আবহে হঠাৎই ধাক্কা দিল মাদ্রিদ ওপেনের কোয়ার্টার ফাইনাল।

ক্লে কোর্টের রাজা ছিটকে গেলেন মাদ্রিদ ওপেন থেকে

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে রাফাকে পরাস্ত করলেন জার্মানির আলেকজান্ডার জেরেভ। জিতলেন স্ট্রেট সেটে। খেলার ফল ৬-৪, ৬-৪। ফরাসি ওপেনের আগে এই হার নিঃসন্দেহে রাফায়েল নাদালের কাছে বড় ধাক্কা। বার্সেলোনায় জেতার পর মন্টি কার্লোতেও কোয়ার্টার ফাইনালেই বিদায় নিতে হয়েছিল রাফাকে। এমনকী বার্সেলোনাতেও স্তেফানো সিটসিপাসের বিরুদ্ধে নাদালকে একবার চ্যাম্পিয়নশিপ পয়েন্টও বাঁচাতে হয়েছিল। ফের ক্লে কোর্টে এই পরাজয় ফরাসি ওপেনে নামার আগে রাফাকে নিশ্চিতভাবেই চিন্তায় রাখবে।

জেরেভের বিরুদ্ধে প্রথম সেটে পিছিয়ে পড়েও সার্ভিস ব্রেক করে ৪-২-এ এক সময় এগিয়ে ছিলেন নাদাল। কিন্তু বিশ্বের পাঁচ নম্বর জেরেভ এরপরই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে টানা চারটি গেম জিতে সেট জয় করে নেন। দ্বিতীয় সেটেও নাদালের চ্যালেঞ্জ দাপটের সঙ্গেই মোকাবিলা করে শেষ হাসি হাসেন জেরেভ। সেমিফাইনালে তাঁর প্রতিপক্ষ ডমিনিক থিয়েম।

ক্লে কোর্টের রাজা ছিটকে গেলেন মাদ্রিদ ওপেন থেকে

এবার নাদালের সামনে রয়েছে চতুর্দশ ফরাসি ওপেন জয়ের হাতছানি। চ্যাম্পিয়ন হলে ২১তম গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতে টপকে যাবেন রজার ফেডেরারকে। প্যারিসে পৌঁছানোর আগে রাফার সামনে অবশ্য খেতাব জয়ের সুযোগ আছে সামনের সপ্তাহে রোমে। কিন্তু মোনাকোতে বিশ্বের আট নম্বর আন্দ্রে রুবলেভের কাছে হারের পর এদিন দাপুটে জেরেভের কাছে হারের ধাক্কা সামলে নাদাল কীভাবে ঘুরে দাঁড়ান সেদিকে তাকিয়ে তাঁর ভক্তরা।

English summary
Rafael Nadal Suffers Unexpected Defeat Against Alexander Zverev In Madrid Open Quarter Final. Zverev Beat Nadal By 6-4, 6-4.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X