For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অস্ট্রেলিয়ান ওপেনে নক্ষত্রপতন, দ্বিতীয় রাউন্ডেই ছিটকে গেলেন গতবারের চ্যাম্পিয়ন নাদাল

অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গেলেন শীর্ষবাছাই রাফায়েল নাদাল। গতবারের চ্যাম্পিয়ন দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিলেন স্ট্রেট সেটে হেরে।

  • |
Google Oneindia Bengali News

অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গেলেন শীর্ষবাছাই রাফায়েল নাদাল। গতবারের চ্যাম্পিয়ন দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিলেন স্ট্রেট সেটে হেরে। বুধবার তিনি আমেরিকার ম্যাকেনজি ম্যাকডোনাল্ডের কাছে হেরে যান। এটি ম্যাকেনজির কেরিয়ারের সবথেকে বড় জয়।

অস্ট্রেলিয়ান ওপেনে নক্ষত্রপতন, দ্বিতীয় রাউন্ডেই ছিটকে গেলেন গতবারের চ্যাম্পিয়ন নাদাল

গতবারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল এবার অস্ট্রেলিযান ওপেনে শীর্ষবাছাইয়ের মর্যাদা পেয়েছিলেন। এই মুহূর্তে বিশ্বের এক নম্বর কার্লোস আলকারেজ গার্ফিয়া চোটের কারণে নাম তুলে নিয়েছিলেন বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম থেকে। ফলে রাফায়েল নাদালকে এক নম্বর বাছই করা হয়েছিল।

এবার বছরের শুরুটা একেবারেই ভালো হয়নি নাদালের। ইউনাইটেড কাপে স্পেনের হয়ে তিনি পর পর দুটি ম্যাচে হেরে বছর শুরু করেছিলেন। অস্ট্রেলিয়ান ওপেনেও প্রথম রাউন্ডে তাঁকে কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয়। প্রতিভাবান উঠতি টেনিস প্লেয়ার ড্যাপারের চ্যালেঞ্জ সামলে দ্বিতীয় রাউন্ডে উঠলেও এবার আর শেষ রক্ষা হল না। ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ডের কাছে স্ট্রেট সেটে হেরে বসলেন তিনি।

এদিন দ্বিতীয় রাউন্ডের ম্যাচে রাফায়েল নাদালকে ৬-৪, ৬-৪, ৭-৫ সেটে হারান ম্যাকেঞ্জি। নাদালকে হারিয়ে টেনিস কেরিয়ারে বড় জয় হাসিল করলেন তিনি। এদিন তিনি নাদালের বিরুদ্ধে দুর্দান্ত শুরু করেন। নাদাল চোট পাওয়ার আগেই একটি সেট জিতে নিয়েছিলেন তিনি। দ্বিতীয় সেটেও নাদালকে ব্রেক করে এগিয়ে ছিলেন। তারপর হিপ ইনজুরি হয় নাদালের। ফলে সেই প্রতিকূলতা থেকে বেরিয়ে আসতে পারেননি শীর্ষবাছাই নাদাল।

বিশ্বের ৬৫ নম্বর টেনিস প্লেয়ারের কাছে হেরে তিনি সাত বছরের মধ্যে সবথেকে খারাপ ফল করলেন গ্র্যান্ড স্ল্যামে। এদিন হিপ ইনজুরি নিয়েই তিনি ময়দানে নেমেছিলেন। দ্বিতীয় সেট চলাকালীন তিনি মেডিকেল টাইম আউট নিয়েছিলেন। কিন্তু নিজের ফর্মে ফিরতে পারেননি আর।

গত বছর উইম্বলডনেও চোটের মোকাবিলা করতে হয়েছিল তাঁকে। তিনি চোট নিয়েই দুটি ম্যাচ জিতেছিলেন। কিন্তু এবার অস্ট্রেলিয়ান ওপেনে তাঁর বিজয়রথ থামিয়ে দিলেন অনামী ম্যাকেঞ্জি। প্রথম রাউন্ডে জ্যাক ড্রেপারের বিরুদ্ধে চার সেটে জয় হাসিল করেছিলেন নাদাল। ড্র্যাপারের পাটের পেশিতে টান লাগার পর বেশ কিছু অবিস্মরণীয় ভুল করেছিলেন। তার সুবিধা নিয়ে ম্যাচ বের করে নিয়েছিলেন নাদাল। কিন্তু ম্যাকেঞ্জি সে অর্থে কোনও সুযোগ দেননি।

এদিন ম্যাচে নাদালকে প্রথম থেকেই লড়াই করতে হচ্ছিল। কারণ ম্যাকডোনাল্ড ভালো শুরু করেছিলেন। আমেরিকান টেনিস প্লেয়ার এদিন নাদালকে হারানোর প্রতিজ্ঞা নিয়েই যেমন নেমেছিলেন কোর্টে। তিনি তাঁর জীবনের অবিস্মরণীয় জয় তুলে নিয়েছেন শীর্ষবাছাই ততা গতবারের চ্যাম্পিয়নকে হারিয়ে।

English summary
Rafael Nadal rules out of Australian Open second round to lose in straight sets
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X