For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জকোভিচের শুনানির মাঝেই বিপত্তি, পর্দায় ভেসে উঠল নীল ছবি

জকোভিচের শুনানির মাঝেই বিপত্তি, পর্দায় ভেসে উঠল পর্ন

Google Oneindia Bengali News

অবশেষে ভিসা সমস্যা কাটিয়ে উঠেছেন নোভাক জকোভিচ। আইনি লড়াইয়ে শুধু জয়ী-ই হননি, অনৈতিক ভাবে তাঁর ভিসা বাতিল করার জন্য বিচারপতি অস্ট্রেলীয় সরকার'কে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে জোকার'কে ফিরিয়ে দেওয়া হয়েছে তাঁর পাসপোর্ট সহ বিভিন্ন ব্যক্তিগত সরঞ্জাম। কিন্তু এই বিচারের মধ্যেই এক বিপত্তির সম্মুখীন হয় বিচার থেকে শুনানির প্রক্রিয়ায় উপস্থিত অন্যান্য'রা।

জকোভিচের শুনানির মাঝেই বিপত্তি, পর্দায় ভেসে উঠল নীল ছবি

প্রথমে ভার্চুয়ালি এই মামলার শুনানি চলছিল। বিচারক অ্যান্টোনি কেলি দুই পক্ষের আইনজীবির কথা শুনছিলেন এবং মাঝমধ্যেই তাঁর পর্যবেক্ষণ পেশ করছিলেন। কিন্তু এই ভার্চুয়াল শুনানির মাঝেই ঘটে যায় এক বড় বিপত্তি। জকোভিচের মামলা সম্প্রচারের সময়ে কিছুক্ষণের জন্য পর্ন ছবি চলতে থাকে স্ক্রিনে। বিশেষজ্ঞদের মতে, সিস্টেম হ্যাক করে এই কাণ্ড ঘটিয়েছেন হ্যাকাররাই। জোরে গান চালিয়ে দেওয়া হয়। তারই সঙ্গে স্ক্রিনে ভেসে ওঠে পর্ন।

ভার্চুয়াল শুনানি শুরু হওয়ার আগে কিছু সাংবাদিক একটি এক্সপায়ার লিঙ্কে ক্লিক করেন। আদালতের তরফ থেকেই সেই লিঙ্ক দেওয়া হয়েছিল কিন্তু এর পর তা ফের আদালতই বদলে দেয়। সাংবাদিকরা সেই বিষয় জানতেন না। পুরনো লিঙ্কে ক্লিক করে সরাসরি তাঁরা পৌঁছে যান একটি পর্নোগ্রাফিক পেজে।

অস্ট্রেলিয়া'র ইমিগ্রেসান ডিটেনসন থেকে মুক্তি পাওয়ার পর অনুশীলন শুরু করে দিয়েছেন নোভাক। মেলবোর্ন পার্কে দাঁড়িয়ে একটি ছবিও পোস্ট করেছেন নোভাক।আইনি লড়াইয়ে জয়ী হওয়ার পর সোমবার টুইট করে জোকার জানিয়েছেন, তিনি কৃতজ্ঞ বিচারকের কাছে তাঁর পক্ষে রায়দানের জন্য এবং তাঁর ভিসা বাতিলের সিদ্ধান্ত বাতিল ঘোষণা করার জন্য। বিশ্বের এক নম্বর টেনিস তারকা সোমবার টুইটারে লিখেছেন, "যা ঘটেছে সব কিছু বাদ দিয়ে, আমি এখানে থাকতে চাই এবং অস্ট্রেলীয় ওপেনে অংশ নিতে চাই। আমার ফোকাস সেই দিকেই রয়েছে।

আমি কৃতজ্ঞ বিচারকের কাছে আমার ভিসা বাতিল করার রায় বাতিল করার জন্য। এই মুহূর্তে এর থেকে বেশি কিছু আর আমি বলতে পারছি না। ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।"অভিবাসন আধিকারিকদের ডিটেনসন হোটেল থেকে মুক্তি পাওয়াটাই নোভাকের জীবনের সব থেকে বড় জয় মনে করছে জোকারের পরিবার। তাঁর বাবা বেলগ্রাডে একটি সাংবাদিক সম্মেলন করে বলেছেন, "নোভাক এখন মুক্তি। কিছু সময় আগেই ও অনুশীলনের জন্য টেনিস কোর্টে ফিরেছে। নতুন এক রেকর্ড তৈরি করার জন্য ওখানে গিয়েছে নোভাক। বিশ্বের সর্বকালের সেরা টেনিস প্লেয়ার নোভাক। আইনের বিচার পাওয়ায় খুশি জকোভিচ পরিবার।"

জকোভিচের বাবার আরও সংযোগজন, "সত্যি বেরিয়ে এসেছে। আমি ধন্যবাদ জানাতে চাই অস্ট্রেলিয়ার আইন ব্যবস্থা এবং বিচারক কেলি'কে। তিনি নিরপেক্ষ ভাবে পুরো ঘটনার পর্যালোচনা করেছেন।"
যদিও জকোভিচের উপর থেকে এখনই বিপদ কাটছে না। অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রী অ্যালেক্স হক চাইলে নিজের ক্ষমতা প্রয়োগ করে জোকারের ভিসা বাতিল করতে পারেন তিনি। অভিবাসন মন্ত্রীর এক মুখপাত্র সেই বিষয়ে ইঙ্গিত দিয়েছেন।

English summary
Pornographic images displayed during the court hearing of Novak Djokovic
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X