For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইউএস ওপেনের ফাইনাল হেরেও শীর্ষে নোভাক জকোভিচই, পাঁচের বাইরে রাফায়েল নাদাল

ইউএস ওপেনের ফাইনাল হেরেও এটিপি ক্রমতালিকার শীর্ষে নোভাক জকোভিচ, পাঁচের বাইরে রাফায়েল নাদাল।

  • |
Google Oneindia Bengali News

ইউএস ওপেনের ফাইনাল হেরে ক্যালেন্ডার ইয়ার গ্র্যান্ড স্ল্যামের রেকর্ড স্পর্শ করতে পারেননি নোভাক জকোভিচ। সেই ব্যর্থতার সার্বিয়ার টেনিস তারকাকে কিছুটা হলেও সান্ত্বনা দেবে এটিপির সদ্য প্রকাশিত ক্রমতালিকা। যেখানে আরও একবার শীর্ষ স্থান ধরে রাখতে সক্ষম হয়েছেন জোকার। মার্কিন যুক্তরাষ্ট্র ওপেন জিতে পয়েন্ট অনেকখানি বাড়িয়ে নিলেও নিজের আগের অবস্থানেই রয়েছেন ড্যানিল। প্রথম পাঁচের থেকে ছিটকে গিয়েছেন কিংবদন্তি রাফায়েল নাদাল।

ইউএস ওপেনের ফাইনাল হেরেও শীর্ষে নোভাক জকোভিচই, পাঁচের বাইরে রাফায়েল নাদাল

চলতি বছরের শুরুতে অস্ট্রেলীয় ওপেন জিতেছিলেন নোভাক জকোভিচ। পরপর ফরাসি ওপেন এবং উইম্বলডনও চ্যাম্পিয়ন হয়েছিলেন জোকার। ইউএস ওপেন জিততে পারলে এক ক্যালেন্ডার বছরে চারটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের অনন্য কীর্তির অধিকারী হতে পারতেন নোভাক। ছুঁয়ে ফেলতে পারলেন কিংবদন্তি রড লেভারকে। যিনি তাঁর কেরিয়ারে এই ঘটনা দুই বার ঘটিয়েছেন। অন্যদিকে ইউএস ওপেন জিতে ২১টি গ্র্যান্ড স্ল্যাম ঝুলিতে নিয়ে কিংবদন্তি রাফায়েল নাদাল ও রজার ফেডেরারকে টপকে যাওয়ার সুযোগও হাতছাড়া করেছেন জকোভিচ।

এতকিছুর পরেও নিজেক আগের অবস্থান থেকে একচুলও নড়েননি নোভাক জকোভিচ। ১২১৩৩ পয়েন্ট নিয়ে এটিপির সদ্য প্রকাশিত ক্রমতালিকার শীর্ষ স্থানে তিনি অবস্থান করছেন। দ্বিতীয় স্থানে অবস্থান করছেন ড্যানিল মেদভেদেভ। যিনি দুর্ধর্ষ জকোভিচকে ইউএস ওপেন ফাইনালে স্ট্রেট সেটে হারিয়ে দিয়েছেন। ৬-৪ গেমে প্রথম সেট জেতার পর দ্বিতীয় সেটও একই পয়েন্টের ব্যবধানে জেতেন রাশিয়ার ড্যানিল। তৃতীয় সেটেও বিশ্বের দুই নম্বর টেনিস তারকার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি নোভাক। ওই সেট ৬-৪ গেমের ব্যবধানে জিতে প্রথমবারের জন্য গ্র্যান্ড স্ল্যাম খেতাব ঘরে তুললেন মেদভেদেভ। যার জেরে এটিপি ক্রমতালিকায় অনেকখানি পয়েন্ট বাড়িয়ে নিয়েছেন রাশিয়ার টেনিস তারকা। ড্যানিল বর্তমানে ১০৭৮০ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছেন।

ফরাসি ওপেন হেরে চোটের কারণে উইম্বলডন থেকে সরে দাঁড়ানো রাফায়েল নাদাল অংশ নেননি টোকিও অলিম্পিক ও ইউএস ওপেনে। ফল স্বরূপ এটিপির সদ্য প্রকাশিত বিশ্ব ক্রমতালিকার প্রথম পাঁচের বাইরে ছিটকে গিয়েছেন স্প্যানিশ কিংবদন্তি। ৫৮১৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে অবস্থান করছেন বিশ্বের প্রাক্তন এক নম্বর টেনিস তারকা। তবে ২০টি গ্র্যান্ড স্ল্যামের মালিক খুব শীঘ্রই কোর্টে ফিরে নিজের দক্ষতার পরিচয় দেবেন বলেই বিশ্বাস করেন টেনিস প্রেমীরা।

রাফায়েল নাদালের পতনের দিনে ইউএস ওপেনে দুর্দান্ত পারফরম্যান্সের সৌজন্যে এটিপি ক্রমতালিকার অনেকটা উঠেছেন স্পেনেরই কার্লোস আলকারেজ। ৩৮ থেকে সরাসরি ১৮তম স্থানে উঠে এসেছেন তিনি। ৮৩৫০ পয়েন্ট নিয়ে ক্রমতালিকার তৃতীয় স্থানে রয়েছেন গ্রিসের স্তেফানোস সিতসিপাস। চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা যথাক্রমে জার্মানির আলেকজান্ডার জেরেভ ও রাশিয়ার আন্দ্রেই রুবলেভের পয়েন্ট ৭৭৬০, ৬১৩০।

English summary
Novak Djokovic stays at top of ranking in spite of US Open final defeat, Rafael Nadal drops out of top five
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X