For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নোভাক জকোভিচ ফরাসি ওপেন খেতাবের দিকে এগিয়ে গেলেও মন খারাপ! কারণটা কী?

Google Oneindia Bengali News

নোভাক জকোভিচের মন খারাপ। তা সঙ্গী করেই এগোচ্ছেন ফরাসি ওপেন খেতাব জয়ের দিকে। তাঁর প্রাক্তন কোচ বরিস বেকার এখন রয়েছেন জেলের কুঠুরিতে। কর ফাঁকি দিতে সম্পত্তি গোপনে নিজেকে ভুয়ো দেউলিয়া ঘোষণা করেছিলেন বলে জার্মান কিংবদন্তির বিরুদ্ধে অভিযোগ ওঠে। দোষী সাব্যস্ত হতেই আদালতের নির্দেশে এখন কারাবাসে রয়েছেন বেকার। তাতে ব্যথিত জোকার।

জকোভিচ ফরাসি ওপেন খেতাবের দিকে এগিয়ে গেলেও মন খারাপ

নোভাক জকোভিচ গতকাল বরিস বেকার প্রসঙ্গে বলেন, তাঁকে এই অবস্থায় দেখতে হচ্ছে, এটাই আমার হৃদয় ভেঙে দিয়েছে। বরিস আমার ও আমার পরিবারের কাছের মানুষ। বছরের পর বছর ধরে তাঁর সঙ্গে আমার সুসম্পর্ক। টেনিসের ক্ষেত্রেও একসঙ্গে অনেক সাফল্য পেয়েছি। জকোভিচ আরও বলেন, আমি তাঁর পুত্র নোয়ার সঙ্গে যোগাযোগ রেখে চলছি। আমি তাঁকে বলেছি, যদি কোনওরকম সহযোগিতার প্রস্তুত হয় আমি প্রস্তুত। কী যা ঘটেছে তা ভয়ানক! আমি প্রার্থনা করি, বরিস বেকার সুস্থ ও শক্তিশালী থাকুন।

জকোভিচ ফরাসি ওপেন খেতাবের দিকে এগিয়ে গেলেও মন খারাপ

উল্লেখ্য, বরিস বেকার ২০১৭ সাল অবধি তিন বছর নোভাক জকোভিচের কোচ ছিলেন। সেই সময়কালে কেরিয়ার গ্র্যান্ড স্ল্যাম-সহ ৬টি মেজর জয় করেন সার্বিয়ান জকোভিচ। বেকারের প্রশিক্ষণে থাকাকালীনই ২০১৬ সালে প্রথমবার ফরাসি ওপেন খেতাব জেতেন। সে কারণেই আরও বেশি করে বেকারের কথা মনে পড়ছে জোকারের। চলতি বছর ভ্যাকসিন না নেওয়ার ফলে অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারেননি জকোভিচ। একটি হোটেলে আটকে রাখার পর মেলবোর্ন থেকে তাঁকে দেশে পাঠিয়ে দেওয়া হয়। অস্ট্রেলীয় সরকার ও জকোভিচের মধ্যে দীর্ঘ আইনি লড়াইও চলেছিল। অস্ট্রেলিয়ায় সরকারের পালাবদল এসেছে। জকোভিচ জানিয়ে দিয়েছেন, তিনি আগামী বছর অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নেবেন।

ফরাসি ওপেনে দারুণ ছন্দে রয়েছেন জকোভিচ। তিনি স্লোভেনিয়ার আলিয়াজ বেদেনেকে ৬-৩, ৬-৩, ৬-২ সেটে হারিয়ে টানা ১৩ বছর চতুর্থ রাউন্ডে উঠেছেন। গতবারের চ্যাম্পিয়ন তথা বিশ্বের ১ নম্বল টেনিস তারকা জকোভিচ মেরেছেন ৯টি এস। ২৬তম বাছাই নেদারল্যান্ডসের বতিচ ফান দে জানশাল্পকে ৬-৩, ৬-২, ৬-৪ সেটে উড়িয়ে শেষ ১৬-এ পৌঁছে গিয়েছেন রাফায়েল নাদাল।

English summary
Novak Djokovic Says It Breaks My Heart To See Boris Becker In Prison Over Bankruptcy Charges. Djokovic Hopes The German Legend As Well As His Former Coach Stays Healthy And Strong.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X