For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Davis Cup: হোম অ্যাডভান্টেজ কি পাবেন রোহনরা, কী মনে করেন ডেভিস কাপে ভারতের নন প্লেয়িং ক্যাপ্টেন?

হোম অ্যাভান্টেজ পাবে রোহনরা, মেনে নিলে ডেভিস কাপে ভারতের নন প্লেয়িং ক্যাপ্টেন রোহিত রাজপাল

Google Oneindia Bengali News

দীর্ঘ পাঁচ বছর পর দিল্লি জিমখানা ক্লাবে অনুষ্ঠিত হতে চলেছে ডেভিস কাপের ম্যাচ। ভারতে ডেভিস কাপ আয়োজিত হচ্ছে তিন বছর পর। টেনিসের বিশ্বকাপকে ঘিরে সাজোসাজো রব রাজধানীতে। ৪ মার্চ (শুক্রবার) এবং ৫ মার্চ (শনিবার) ওয়ার্ল্ড গ্রুপ প্রে অফ ১-এর ম্যাচে জিমখানার ঘাসের কোর্টে মুখোমুখি হবে ভারত এবং ডেনমার্ক। গুরুত্বপূর্ণ এই ম্যাচে নামার ৪৮ ঘণ্টা আগে আত্মবিশ্বাসী কন্ঠ শোনা গেল নন প্লেয়িং ক্যাপ্টেন রোহিত রাজপালের। তিনি আশা করেন হোম কন্ডিশনে খেলার সুবিধা ডেনমার্কের বিরুদ্ধে এই ম্যাচে পাবে ভারত।

Davis Cup: হোম অ্যাডভান্টেজ কি পাবেন রোহনরা, কী মনে করেন ডেভিস কাপে ভারতের নন প্লেয়িং ক্যাপ্টেন?

বুধবার আত্মবিশ্বাসী রোহিত সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান ডেভিসের ম্যাচে ডেনমার্কের বিরুদ্ধে নামার আগে অনুশীলনের জন্য দল পর্যাপ্ত সময় পাওয়ায় তিনি খুশি। রাজপালের কথায়, "আমরা খুশি যে এখানে আগে আসতে পেরেছি। আমরা চেয়েছিলাম অন্তত ম্যাচের দশ দিন আগে অনুশীলন শুরু করে দিতে। ছেলেরা টাটা ওপেন এবং দুবাই ওপেনে অংশ নেওয়ার জন্য গিয়েছিল। এই দুই টুর্নামেন্টই হার্ড সার্ফেসে খেলা হয়েছে। সেই কারণেই আমি চেয়েছিলাম যাতে আমরা আগে থেকে এখানে অনুশীলন শুরু করতে পারি। এর ফলে কোর্টের সঙ্গে পরিচিতিও হবে এবং বাউন্সের সঠিক আন্দাজও পাওয়া যাবে।"

ডেনমার্কের বিরুদ্ধে এই ম্যাচে ভারতের প্রধান ভরসা অভিজ্ঞ রোহন বোপান্না। গোটে দেশের টেনিসপ্রেমীদের মতোই ভারতীয় দলের নন প্লেয়িং অধিনায়কের অন্যতম ভরসার জায়গা রোহন। ডেনমার্কের বিরুদ্ধে নামার আগে দল কতটা তৈরি জানতে চাওয়া হলে রোহিত রাজপাল বলেন, "রোহন একজন অভিজ্ঞ প্লেয়ার এবং দলে থিঙ্কট্যাঙ্কের অন্যতম অংশ ও। নিজের সঙ্গে অনেকে অভিজ্ঞতা নিয়ে আসে ও এবং আমি ওর থেকেও পরামর্শ নিতে চাইবো। সিঙ্গলসের জন্য আমাদের ভাল লাইনআপ রয়েছে। কয়েক সপ্তাহ আগে রামকুমার (রামানাথন) চ্যালেঞ্জার্স কাপ জিতেছে ফলে ও ছন্দেই রয়েছে। আমাদের কাছে প্রজনেশের মতো টেনিস প্লেয়ারও রয়েছে। আশা করি আমরা ভাল পারফর্ম করবো।"

ডেভিস কাপের জন্য ভারতের স্কোয়াডে রোহন বোপান্না, রামকুমার রামানাথন ছাড়াও রয়েছেন প্রজনেশ গুণেশ্বরণ, ইউকি ভামব্রি এবং দিভিজ শরণ। রিজার্ভে রাখা হয়েছে সাকেথ মিনেনি এবং দ্বিগবিজয় প্রতাপ সিং'কে।

এ দিন সাংবাদিক সম্মেলনে ডেনমার্কের অধিনায়ক ফেড্রিক নিলসেনও মেনে নিয়েছেন, ঘরের কোর্টে খেলার সুবিধা পাবে ভারত। পাশাপাশি দিল্লির আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার দিক থেকেও ভারতীয়দের থেকে অনেকটাই পিছনে রয়েছেন ডেনমার্কের টেনিস খেলোয়াড়রা। তবে এই প্রতিকূলতাকে কাটিয়ে তাঁর দল ভারতের বিরুদ্ধে আশানরূপ পারফরম্যান্স করবে আশাবাদী নিলসন।

ডেভিসের র্যাঙ্কিং-এর বিচারে ভারতের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে ডেনমার্ক। ৬ ডিসেম্বর ২০২১-এর ক্রমতালিকা অনুযায়ী ডেভিস কাপে নেশন্স র্যাঙ্কিং-এ ২৪৩.৪৪ পয়েন্ট নিয়ে ২২ নম্বর স্থানে রয়েছে ভারত, সেখানে এক ধাপ উঠে ১৫৯.৭৫ পয়েন্ট নিয়ে ডেনমার্ক রয়েছে ৫০ নম্বরে।

মোট তিন বার ডেভিস কাপের ফাইনালে পৌঁছেছিল ভারত। ১৯৬৬, ১৯৭৪ এবং ১৯৮৭ সালে ফাইনাল খেলেছিল ভারতের ডেভিস কাপ দল। কিন্তু কখনওই টেনিসের বিশ্বকাপ জিততে পারেনি। উল্লেখ্য, টেনিস বিশ্বকাপ হিসেবেই পরিচিত ডেভিস কাপ।

English summary
Indian Davis Cup Captain Rohit Rajpal feels that team will have advantage of home tie against Denmark in the World Group Play off 1 at the grass court of Delhi Gymkhana Club.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X