For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পিছলেও উইম্বলডনে এগোচ্ছেন জকোভিচ, সেরেনাদের চোটে নিশানায় বরুণদেব

  • |
Google Oneindia Bengali News

উইম্বলডনের তৃতীয় রাউন্ডে পৌঁছে গেলেন পুরুষদের সিঙ্গলসে শীর্ষ বাছাই তথা ১৯টি গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ। যদিও এদিনও বার পাঁচেক খেলার সময় পিছলে যান তিনি। খেলোয়াড়রা গ্রাস কোর্টে পিছলে যাচ্ছেন, চোট পেয়ে ছিটকে যাচ্ছেন তারকা, তাতেও বিচলিত নন উইম্বলডনের আয়োজকরা।

তৃতীয় রাউন্ডে জকোভিচ

তৃতীয় রাউন্ডে জকোভিচ

বিশ্বের এক নম্বর তথা উইম্বলডনের শীর্ষ বাছাই জকোভিচ এবারের উইম্বলডন শুরু করেছিলেন প্রথম সেটে হেরে। যদিও দ্বিতীয় রাউন্ডে তিনি জিতলেন স্ট্রেট সেটেই। বিশ্বের ১০২ নম্বর টেনিস খেলোয়াড় দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসনকে হারাতে তিনি সময় নিলেন ১ ঘণ্টা ৪১ মিনিট। খেলার ফল ৬-৩, ৬-৩, ৬-৩।

পিছলে গেলেন বার পাঁচেক

পিছলে গেলেন বার পাঁচেক

এবারের উইম্বলডনে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে গ্রাস কোর্টে খেলতে গিয়ে খেলোয়াড়দের পিছলে যাওয়া। জকোভিচ এদিন পিছলে গেলেন পাঁচবার। এমনকী যেভাবে পিছলে গিয়ে এবারের উইম্বলডন থেকেই চোখের জলে সেরেনাকে বিদায় নিতে হয়েছিল গতকাল, তেমনভাবেও পিছলে যেতে দেখা গেল জকোভিচকে। তবে কোনও অঘটন ঘটেনি।

ছিটকে গেলেন যাঁরা

ছিটকে গেলেন যাঁরা

পা পিছলে চোট পেয়ে গতকালই ছিটকে গিয়েছেন ২৩ বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী সেরেনা উইলিয়ামস। প্রথম সেট চলাকালীন। এমনকী রজার ফেডেরারকে ছিটকে দেওয়ার সম্ভাবনা তৈরি করা আদ্রিয়ান মিনারিনোকেও পা পিছলেই ছিটকে যেতে হয়। ফেডেরার প্রথম সেট জেতার পর দুটি সেট জিতেছিলেন মিনারিনো। ফেডেক্স চতুর্থ সেট জিতে নেন। এই সেট চলাকালীনই পা পিছলে চোট পান মিনারিনো। পঞ্চম সেট তিনি আর খেলতে না পারায় ফেডেরার চলে যান দ্বিতীয় রাউন্ডে।

আয়োজকদের দাবি

আয়োজকদের দাবি

তবে উইম্বলডনের আয়োজকরা খেলোয়াড়দের এভাবে পিছলে পড়া নিয়ে দায় ঝাড়তে নারাজ। তাঁদের দাবি, খেলার আগে গ্র্যান্ড স্ল্যামের সুপারভাইজার, রেফারিরা এবং গ্রাউন্ডস টিম কোর্টের অবস্থা দেখে খেলার ছা়ড়পত্র দেন। ঘাস নিয়ে কোনও সমস্যা নেই। বৃষ্টির কারণে ছাদে ঢাকা সেন্টার কোর্টে খেলার সময়ও সমস্যা হচ্ছে। এর মূল কারণ ঘাস এখন তরতাজা। বৃষ্টি হওয়ায় আর্দ্রতা ধরে রাখছে। সে কারণেই বারবার খেলতে গিয়ে পিছলে যাচ্ছেন খেলোয়াড়রা। আবহাওয়ার উন্নতি হলেই এই সমস্যা কেটে যাবে।

English summary
Novak Djokovic Survived Series Of Falls To Reach Third Round Of Wimbledon. Wimbledon's Chiefs Defended The State Of The Grass Courts Saying Players Slipping On Grass Courts Due To Wet Weather.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X